দিনের পর দিন ভাইয়া সত্য কথা বলতে আগুনের উৎপাত যেন বেড়েই চলতেছে। বিশেষ করে ঢাকা শহরে প্রতিনিয়ত আগুন। কিছুদিন আগের নিউজ দেখলাম চিনির মেলে আগুন লেগে গেছে। অবশ্যই এটার দাম বাড়বে।কিছু অসাধু ব্যবসায়ীরা সব সময় সুযোগের অপেক্ষায় থাকে, বিশেষ করে রমজান মাস আসলেই সবকিছু দাম বাড়িয়ে দেয়।