বাস্তব জীবনে অনেক মানুষ আছে। যারা হাজার প্রতিকূলতা জয় করে নিজের স্বপ্ন পূরণ করে। তাদেরকে স্যালুট জানাই । একটা জিনিস কৃষি পরিবারের সন্তানই কিন্তু বিসিএস ক্যাডার হয়। কখনো মধ্যবিত্ত হয় সেটাও স্বাভাবিক কিন্তু বড়লোকের ছেলে কখনো ভালো পর্যায়ে যেতে পারে না । কারণ তারা অভাব বুঝতে পারে না। যারা নিজের সাথে সংগ্রাম করে চলে হাজার প্রতিকূলতা বাধা পেরিয়ে সামনে যেতে পারে তারাই অর্জন করে বিজয়। যারা মেসে থাকে না, তাদের কাছে কিন্তু একটা সময় ওটাই বাড়ি হয়ে যায়। ওটাই ভালো লাগা হয়ে যায়। আমি তো মেসে ছিলাম একমাস। আসলে একটা ফ্যামিলির মতো। অনেক ভালো লাগতো।বিপদ যখন আসে চারিদিক থেকে আসে। তার বাবার ক্যান্সার ধরা পড়লো। তার বোনের স্বামী মারা গেল আহা জীবন। যখন একটু সুখময় সময় আসে তখনই দুনিয়া থেকে আপনজন প্রিয়জন চলে যায়। সৃষ্টিকর্তা তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক
জি,ধন্যবাদ আপনাকে।