You are viewing a single comment's thread from:

RE: ক্রিকেট বিশ্বকাপ:- বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের ম্যাচ।

in আমার বাংলা ব্লগ2 years ago

ভাই জীবনে যত কাজ থাকুক না কেন? বাংলাদেশের খেলার মিস দিতাম না কিন্তু তারা আস্তে আস্তে যে এতটা খারাপ দলে পরিণত হয়েছে। খেলা দেখতে আর ভালো লাগে না। ভালো মন খারাপ হয়ে যায়। তাই খেলা দেখা পুরাই বাদ দিয়েছি ভাই। তাও দিনশেষে আবেগ কাজ করে। নিজের দেশের খেলা খেলা দেখি কিন্তু তারা যে এতটা বাজে ভাবে হারছে। লড়াইটুকু করতে পারছে না। এটা খুবই খারাপ লাগার বিষয়। নেদারল্যান্ডস লড়াই করছে প্রতিটা বড় বড় দলের সাথে। বাংলাদেশ লড়াই করতেই পারছে না। বাংলাদেশের টিমের ভিতর দুর্নীতি ঢুকে গেছে ভাই. এই জন্য সবাই আস্তে আস্তে ঝরে পড়ছে। অনেক ভালো ভালো প্লেয়ারকে নষ্ট করা হচ্ছে। কিছু করার নাই ভাইয়া খেলা দেখা বাদ দিয়ে দেব। অনেক ভালো ছিল বিশ্লেষণটি। যাক বাংলাদেশের হেরে গেছে অনেকে ভালো হয়েছে। তারা এখান থেকে শিক্ষা নেবে।

Sort:  
 2 years ago 

ভাই এটা বাংলাদেশ। হাজার বার হারলেও ওই হার থেকে এরা কোন কিছুই শিক্ষা লাভ করতে পারবে না।