বাচ্চা সামলানো অনেক কঠিন ব্যাপার ভাই। আব্দুর রহমানের হাঁসিটা আমার ভীষণ ভালো লাগলো ভাইয়া। জ্বী ভাইয়া মনে আছে। আপনি আপু বাড়ি গিয়েছিলেন কিছুদিন আগে। ও যেহেতু প্রথমবারের মতো আপনাদের বাড়িতে এসেছে তাহলে তো সবাই খুশি এবং আপনি তো ভীষণ খুশি মনে হচ্ছে। ছোট মানুষ ভাইয়া কখনোই এক জায়গায় স্থির থাকেনা কিন্তু ভালো লাগে একটু সাবধানে রাখবেন। বাচ্চা সামলানো কিন্তু ভাই অনেক কষ্টের ব্যাপার। আস্তে আস্তে চিনে যাবে ভাইয়া। ছোট মানুষ তো কিছুদিন থেকে যদি আবার চলে যায় চিনতে পারেনা। আস্তে আস্তে যখন বড় হবে তখন ঠিকই চিনতে পারব। অনেক ভাল ছিল আপনার লেখাটি আজকে।আপনাকে অসংখ্য ধন্যবাদ।এত সুন্দর একটি লেখা আমাদের মাঝে পরিবেশন করার জন্য
ঠিক বলেছেন ভাই বাচ্চা সামলানো খুবই কঠিন। তবে ওদের দুষ্টামি দেখতেও বেশ ভালো লাগে।