RE: আমাদের সমাজের তরুণ-তরুণীরা কোন পথে যাচ্ছে।।
জি ভাইয়া দেশের পরবর্তী প্রজন্ম হলো এই তরুণ তরুণী। ভাইয়া আমাদের যুব সমাজটা শেষ হয়ে যাচ্ছে তারা মাদকাসক্ত আসক্ত হয়ে যাচ্ছে এবং বন্ধুত্ব কিন্তু তাদের অনেক খারাপ পথে নিয়ে যাচ্ছে সঙ্গ দোষে লোহা ভাঁসে একটা কথায় আছে না। বাহিরে তো ইস্কুল কলেজের ছেলে মেয়েরা ভাইয়া নেশা করে তাদের বলার কোন লোক নেই। তাদের বলতে গেলেই সাধারণ মানুষজনের ওপর অত্যাচার করা হয়। ঢাকা শহরের টিকে থাকা অনেক কঠিন। এখানে প্রতিটা মানুষই নিজেকে নেতা মনে করে।আমাদের পরিবারগুলো যদি ছেলে মেয়েয় ঠিক মত খবর নিত তাহলে কিন্তু অবশ্যই তারা সতর্ক হত। নেশার কারণে কত মানুষ নিজের বাপ মাকে খুন করল ভাইয়া ধারণার বাহির। যারা নেশা করে ভাইয়া তাদের পুলিশ ধরে নিয়ে যায় আবার তাদের ছেড়ে দেয় ভাইয়া। এটা তাদের কাছে ব্যবসা হয়ে গেছে। আমাদের এখানেও কত মানুষ মাদক সাপ্লাই দেয় ভাই আর আসলে তারা বসে বসে ইনকাম করতে পারে। এটাই তাদের জীবন। তাদের উপর যতই অত্যাচার করা হোক না কেন? তারা কখনই এই কাজ ছাড়তে পারে না। যাহোক ভাইয়া বর্তমান যুবসমাজ তরুণ তরুণীদের নিয়ে খুব সুন্দর কিছু কথা আলোচনা করেছেন এবং আমাদের প্রতিটা বাপ মাকে সচেতন হতে হবে ছেলেমেয়েদের প্রতি
জী ভাইয়া আমাদের নেতারাই সমাজটাকে ধ্বংস করছে। অথচ তারাই বড় বড় কথা বলে। ধন্যবাদ।