জি ভাইয়া এখন শীত অনেকটাই শুরু হয়ে গিয়েছে এবং সকালবেলা ঘুম থেকে উঠলেই চারিদিকে কুয়াশা দেখা যায়। ঠিক বলেছেন শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত একটানা পর্যায়ে কর্মে আখ থেকে গুড় উৎপাদনে ধারাবাহিকতা চলতেই থাকবে। আমিও মাঠে যেতাম এবং আখের রস খেতে।ওখান থেকে খেতে যে এতটা দারুন লাগতো কিন্তু একটু পরিষ্কার করতে কষ্ট হয়। পরিষ্কার করে নিতে হয়।শীতকাল আসলে আমাদের খুব জনপ্রিয় হয়ে আখ।ছবিগুলি অনেক সুন্দর ভাবে আপনি তুলে ধরেছেন। আমাদের মাঝে ভীষণ ভালো লাগলো ভাইয়া । জি ভাইয়া রস খেতে হলে ভোর বেলায় যেতে হয় এবং ভোরবেলার অনুভূতিটা অনেক সুন্দর লাগে। চারিদিকে কুয়াশা হালকা ঠান্ডা । আপনি যে এত ছবি দিয়েছেন ভাইয়া খুবই ভালো লাগলো। যাক অনেক সুন্দর একটি মুহূর্ত উদযাপন করেছেন ভাইয়া
আসলেই সুন্দর একটি মুহূর্ত উদযাপন করেছিলাম। মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।