RE: মায়ের জিদের কারণে মেয়ের করুন পরিনতি মৃত্যু ৩
আমি দ্বিতীয় পর্বটি পড়েছিলাম খুবই খারাপ লাগছিল। অঞ্জলি পাগল হওয়ার পিছনে তার বাপ মা দায়ী।বাবা মা এটা বুঝতে পারল না তার ভালোলাগা সেখানে ছিল কিন্তু তারা অতিরিক্ত জোর খাটাতে গিয়ে। অঞ্জলি কে পাগল করে দিল ।অঞ্জলি পাগল হওয়ার পরও যাকে ভালবাসত তার নাম ধরে ডাকছিল। হায়রে ভালোবাসা। বাপ মা যদি বুঝতো তাহলে তার জীবনটা কত সুন্দর হতো। যারা মানসিক রোগী হয়ে যায় না। তাদের মাথায় কোন কাজ করে না আচমকা মানুষকে আঘাত করে। অনেক সতর্ক থাকতে হবে সেই ফ্যামিলিদের।অঞ্জলি যে আবার বিয়ের পিড়িতে বসবে সত্যি অবাক হলাম। আমারও বাবা-মা ভুল করল। বিয়ের আগে ছেলেপক্ষ কে জানানো উচিত ছিল। আবার ও ছেলে পক্ষ ও তার মেয়ের জীবনটা নষ্ট করল। এমন মানসিক অবস্থায় তার বিয়ে দেওয়া কখনোই ঠিক হয় নাই। আমার জানা মতে সে কোন জায়গায় শান্তিতে থাকতে পারতেছে না। শ্বশুরবাড়ি না নিজের বাড়ি। খুবই খারাপ লাগতেছে অঞ্জলির জন্য। জানিনা পরবর্তী পর্বে কি হবে।
হ্যাঁ ভাইয়া মা অতিরিক্ত ভালো চাইতে গিয়ে খারাপ হয়েছিল। ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।