RE: মায়ের জিদের কারণে মেয়ের করুন পরিনতি মৃত্যু শেষ পর্ব
আমি প্রতিটা পর্ব পড়েছিলাম অনেক খারাপ লেগেছিল। আজকে এত তাড়াতাড়ি আপনার পোস্টটি পেয়ে যাব ভাবতে পারি নাই। যাই হোক পড়ার সুযোগ পেলাম আজকে। খুবই খারাপ লাগছে মায়ের কোলেই শ্বাস রোধে মারা গেল বাচ্চাটা। খুবই খারাপ লাগলো যে অঞ্জলীর স্বামী কাউকে কিছু না বলে আবারও বিয়ে করলেন। আসলে একটা মানুষ কিন্তু সুস্থ হয়ে যায় সেবা যত্ন ভালোবাসা পেলে যতই পাগল থাকুক। নতুন বউ এসে যে অঞ্জলীকে এত অত্যাচার করত। আসলেই মানুষ এত নিষ্ঠুর হতে পারে আজকে না দেখলে জানতাম না। খুবই খারাপ লাগতেছে সেই স্বামীর অত্যাচারে পরিবারের অত্যাচারে অঞ্জলি৷ শিকলে বাধা অবস্থায় মৃত্যুবরণ করল। মায়ের জেদের কারণে মেয়ের হলো করুন মৃত্যু। আসলে মা যদি সবকিছু স্বাভাবিকভাবে নিতো মেয়ের জীবনও এরকম কিছু হতো না। প্রতিটা বাবা-মার সচেতন থাকতে হবে। আমার মেয়ে কোথায় সুখী হবে সেটাকে প্রধান্য দিতে হবে। খুবই খারাপ লাগতেছে অঞ্জলির মৃত্যুর কাহিনীটা শুনে 🥺
প্রতি টা পর্ব পড়েছেন জেনে খুব ভালো লাগলো।আমরাও পোষ্ট টি লেখার সময় চোখে জল চলে এসেছিলো। চোখের সামনে এসব ঘটনা দেখেছি তাই কষ্ট টা একটু বেশি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।