মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #৫২
হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত দিন আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: গাছে থাকা ফলের ফটোগ্রাফি।
এ সপ্তাহে ৬ জন ইউজার পার্টিসিপেট করেছে।
কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহে ৮ জন পার্টিসিপেট করেছে । ৮ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদেরকে বাছাই করা হবে। চলুন প্রথমে অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @kazi-raihan
বর্ননা: কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মূলত এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছি। আজ সকালে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে কাঁঠালের ফটোগ্রাফি টা বেশ ভালো এসেছে তাই শেয়ার করে প্রতিযোগিতা আমাকে গ্রহণ করলাম।
By: @bijoy1
বিবরন : রোজার সময় যখন রাতের বেলা মসজিদে গিয়েছিলাম তখন মসজিদের পাশে এরকম গাছের মধ্যে আম দেখতে পেলাম এবং তখন এর ফটোগ্রাফি করে নিলাম আজকে এর ফটোগ্রাফিটি শেয়ার করে দিলাম৷
By: @joniprins
গত মাসে ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। আমাদের এক আত্মীয়র বাসায় বিভিন্ন ধরনের ফলের গাছ ছিল। তার মধ্যে একটি হলো জাম্বুর ফল। এই ফলটি খুবই নিচুতে ছিল। হাত দিয়ে ফলটি স্পর্শ করা যেতো। আমি ফলটির কাছে গিয়ে খুব সুন্দর ভাবে ফটোগ্রাফটা ক্যাপচার করেছি।
By: @nevlu123
একবার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তাদের ঘরের পাশে একটি গাছ রয়েছে সেই গাছে প্রতিবছর এরকম থোকায় থোকায় আম ধরে। তখন এই আমের ফটোগ্রাফি করেছিলাম।
By: @shahid420
বিবরণ:-এই ফটোগ্রাফি টা করেছিলাম এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে। আর এটি ক্যাপচার করেছিলাম আমাদের রংপুরের সুরভী উদ্যান থেকে। তখন প্রত্যেক কাঁঠাল গাছেই কাঁঠালের ফলন ছিলো। জানিনা কতটা সুন্দর ফটোগ্রাফি করতে পেরেছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখে।
By: @ah-agim
বিবরণ: বৃষ্টির ফোঁটা যুক্ত গাছে ঝুলন্ত অবস্থায় রঙ্গিন আম গুলো দেখতে খুব সুন্দর লাগছে। আমাদের বাড়ির উঠানে এই আম গাছ লাগানো হয়েছে। আম গুলো সৌন্দর্য সত্যি খুব দারুণ।
By: @mohinahmed
এটা হচ্ছে পাকা ড্রাগন ফলের ফটোগ্রাফি। আমার ছাঁদ বাগানে একটি ড্রাগন ফলের গাছ রয়েছে এবং সেই গাছে, এই বছর অনেক গুলো ড্রাগন ফল হয়েছে। ড্রাগন ফল গুলো দেখতে যেমন সুন্দর, তেমনি খেতে আরও বেশি সুস্বাদু লেগেছিল। এতো মিষ্টি এবং সুস্বাদু ড্রাগন ফল এর আগে আমি কখনোই খাইনি।
By: @green015
বিবরন : এটি হচ্ছে বিলাতি আমড়া ফল।এই ফলের ছবিটি আমি একটি মেলা থেকে সংগ্রহ করেছিলাম।একটি ছোট্ট গাছে অনেকগুলি আমড়া ধরেছিলো, এমনকি আমড়াগুলি থোকা থোকা ধরাতে নুয়ে পড়েছিলো ডাল।তাছাড়া এই ফল গাছটি প্রথম স্থান ও অধিকার করেছিলো।
উক্ত ৮ টি এন্ট্রি থেকে ৬ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকেই দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেরা'রা পাচ্ছেন নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
- 1st Prize - @green015 - 3 STEEM -
- 2nd Prize - @nevlu123 -2 STEEM -
- 3rd Prize - @bijoy1 - 2 STEEM -
- 4th Prize - @ah-agim - 2 STEEM -
- 5th Prize - @kazi-raihan - 1 STEEM-
- 6th Prize - @mohinahmed - 1 STEEM-

VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

সব সময় আপনার আয়োজন করা প্রতিযোগিতা গুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করি। সব শেষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং বিজয়ীদের তালিকায় নিজের নাম দেখতে পেয়ে বেশ ভালো লাগলো।
0.00 SBD,
0.65 STEEM,
0.65 SP
আপনার প্রতিযোগিতায় অংশগ্রহন করতে ভালোই লাগে। কারন নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। আপনার এই উদ্যোগটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।
0.00 SBD,
0.64 STEEM,
0.64 SP
ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকেই খুবই চমৎকার ধরনের ফটোগ্রাফি গুলি শেয়ার করেছিলেন। যারা বিজয়ী হতে পারেননি তাদের জন্য রইল শুভকামনা। আশা করি আগামী প্রতিযোগিতা গুলিতে সবাই আরো ভালো কিছু করবে।
যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। গ্রীন আপুর ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এই প্রতিযোগিতার ফলাফল আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার দেওয়া ছোট ছোট প্রতিযোগিতা বরাবরই আমার কাছে একটা উৎসাহের ও খুবই ভালো লাগার বিষয় ।যাইহোক একটি অবস্থানে থাকতে পেরে আরো ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে ও সকল বিজয়ীকে অভিনন্দন।
অনেক অনেক ধন্যবাদ ভাই।