মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #৫৩

in আমার বাংলা ব্লগ3 days ago

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Cover_20230704_085111_0000.png

প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।

ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।


আজকের টপিক্স:
গাছে থাকা ফুলের ফটোগ্রাফি।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:

  • ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
  • ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
  • ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
  • ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
  • শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
  • সময়সীমা সাত দিন।

এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।

পুরস্কার থাকছে:

প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।

প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।




IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  
 2 days ago 

Notes_250809_141456_7f8.jpg

ডিভাইস - Samsung Galaxy Note 20 Ultra 5g
ফোকাল ল্যান্থ - 7.00 mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - নন ইডিটেড

এই ফটোগ্রাফিটা অনেকদিন আগে ঢাকা উত্তরার একটি নার্সারি থেকে ক্যাপচার করেছিলাম। এই রঙের গোলাপ ফুল সচরাচর কম দেখা যায়। তাই দেখা মাত্রই ফটোগ্রাফিটা ক্যাপচার করে নিয়েছিলাম। ফুলটি দেখতে আসলেই খুব সুন্দর লাগছে।

 3 days ago 

আশা করি ভাইয়া, ভালো আছেন? বেশ সুন্দর ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছেন। এবার প্রতিযোগিতার বিষয় দেখে খুব ভালো লাগলো। গাছে থাকা ফুলের ফটোগ্রাফি দেখতে খুব সুন্দর লাগে। এতো দারুন ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই ভাইয়া।

 3 days ago 

IMG20250404093528.jpg

ডিভাইস- realme C55
ফোকাল ল্যান্থ-4.70 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড
বিবরণ: এই ফুল গুলো হচ্ছে ল্যান্টানা ফুল। ল্যান্টানা ফুল আমাদের দেশে সর্বত্র দেখতে পাওয়া যায়। গাছে থাকা গোলাপি রঙের ফুলের সৌন্দর্য সত্যি খুব দারুণ। গাছে থাকা ফুলের সৌন্দর্য দেখতে খুবই সুন্দর লাগছে।

 2 days ago 

1000012616.jpg
আমাদের বাড়ির পাশের মসজিদের আঙ্গিনা থেকে এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম।

ফটোগ্রাফার - @ joniprins
লোকেশন - ব্রাহ্মণবাড়িয়ার সদর, ব্রাহ্মণবাড়িয়া।
ডিভাইস - Realme C53
ক্যামেরা-50+0.03MP
ফ্লাশ দেওয়া হয়নি।
কোন ধরনের এডিট করা হয়নি।

 2 days ago 

দিন দিন আমার বাংলা ব্লগ কেমন জানি নিষ্প্রাণ হয়ে পড়ছে এটা অবশ্য আমাদের কারণেই আমরা অনেকেই কাজের আগ্রহ হারিয়ে ফেলেছি।আমার বাংলা ব্লগ এর প্রাণ ফেরানোর জন্য এরকম প্রতিযোগিতা গুলো খুবই দরকার আগে যেমন প্রতিযোগিতা মানেই ভালো কিছু করার আপ্রাণ চেষ্টা।রেজাল্ট এর দিন টান টান উত্তেজনা সবার মাঝে সবমিলিয়ে অসাধারণ একটা ব্যাপার ছিলো।আবারও সেই দিনগুলো দেখতে চাই আমার বাংলা ব্লগে।আশাকরি এবারের প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করবে।আমিও আমার জায়গা থেকে অংশগ্রহণ করবো।এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমার প্রাণের কমিউনিটিতে নিজেকে প্রাণবন্ত করে নতুন করে কাজে ফিরতে চাই।অনেক সুন্দর একটি আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।🙏❤️❤️

 2 days ago (edited)

ফুলের নাম- চন্দ্রমল্লিকা
ইংরেজি নাম ক্রিসেন্থিমাম। শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে। ক্রিসস অর্থ ‘সোনা’ এবং এনথিমাম অর্থ ‘ফুল’।ফুলটির রয়েছে শতাধিক প্রজাতি। এমন কোনো রং নেই যা চন্দ্রমল্লিকার প্রজাতিতে নেই। রঙের দিক থেকে এরা অতুলনীয়। আমার নিজের হাতে লাগানো গাছের প্রথম চন্দ্রমল্লিকা ফুল এটি।শীতকালে এই ফুলের ছবিটি আমার ফোন দিয়ে তোলা ছিলো।প্রতিযোগিতায় আমি আমার পুরোনো একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই আনন্দিত।🥰🥰🥰

ডিভাইস -Vivo-Y30
কোনোপ্রকার এডিট করা নয় একদম অথেনটিক ভাবে তোলা ছবি এটি।

IMG_20250809_135341.jpg

 2 days ago 

চমৎকার একটি টপিক নির্বাচন করেছেন ভাই। গাছে থাকা ফুলের ফটোগ্রাফি দেখতে সত্যিই খুব ভালো লাগে। এই প্রতিযোগিতায় অবশ্যই অংশগ্রহণ করবো। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Wow, @rex-sumon, this is exactly the kind of initiative that makes the Bangla Blog community so vibrant! A photography contest focused on "flowers on trees" is such a beautiful and accessible theme. I love how you're encouraging everyone to dust off those hidden masterpieces and share their unique perspectives. The rules are simple, the prizes are enticing, and the concept is pure fun. This is a fantastic way to boost engagement and showcase the artistic talent within the community. I can't wait to see the stunning floral captures everyone shares. Let the beauty bloom in the comments! Best of luck to all participants!

 2 days ago 

বেশ সুন্দর একটি টপিক নির্বাচন করা হয়েছে এবারের প্রতিযোগিতার জন্য। চেস্টা করবো প্রতিবারের ন্যায় এবারও অংশগ্রহন করার জন্য।

 2 days ago 

গাছে থাকা ফুলের ফটোগ্রাফি দেখতে ভালো লাগে। আর আপনার আয়োজিত এই ফটোগ্রাফি প্রতিযোগিতা দেখে ভালো লেগেছে ভাই। আশা করছি সবাই অংশগ্রহণ করবে।