রঙিন কাগজের গাঁদা ফুল।

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা??আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টটি হলো রঙিন কাগজের গাঁদা ফুল।

1000011583.jpg

আমি আজ খুব সিম্পল উপায়ে রঙিন কাগজের গাঁদা ফুল তৈরি করেছি। জানিনা এই ডাই প্রজেক্ট আপনাদের কাছে কেমন লাগবে। তবুও আমি আশা রাখছি, রঙিন কাগজের গাঁদা ফুল আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন আজকের রঙিন কাগজের গাঁদা ফুল তৈরির ধাপ গুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করি।

রঙিন কাগজের গাঁদা ফুল তৈরি করতে আমি যেসকল উপকরণ ব্যাবহার করেছি তা হলো:

১.রঙিন কাগজ
২.কাঁচি
৩. পেন্সিল
৪. স্কেল
৫. আঠা

প্রস্তুতির ধাপ সমূহঃ

ধাপ-১ঃ

প্রথম স্টেপে রঙিন পেপার, কাঁচি, স্কেল সহ প্রয়োজনীয় উপকরণগুলো একসাথে নিতে হবে।

1000011541.jpg

ধাপ-২ঃ

এবার রঙিন কাগজটি বৃত্তাকারে কেটে নিতে হবে। একইভাবে বেশ কয়েকটি বৃত্তাকার রঙিন কাগজ কেটে নিতে হবে।

1000011543.jpg

ধাপ-৩ঃ

আলাদা একটি বৃত্তাকার রঙিন কাগজ নিয়ে তার মাঝামাঝি অংশ থেকে একটা ভাজ দিতে হবে।

1000011547.jpg

1000011550.jpg

ধাপ-৪ঃ

একইভাবে কাগজ টি দুইটি অংশে ভাজ দিতে হবে।

1000011553.jpg

1000011556.jpg

ধাপ-৫ঃ

বৃত্তাকার রঙিন কাগজটি হালকা করে কেটে নিয়ে সেটা ছাড়িয়ে দিতে হবে। রঙিন কাগজটির কাটা অংশে ছোট্ট করে ভাঁজ দিতে হবে।

1000011558.jpg

1000011561.jpg

1000011564.jpg

ধাপ-৬ঃ

এবার কেটে নেওয়া রঙিন কাগজের অংশগুলো একসঙ্গে ভাঁজ করে ছোট ছোট ফুলের পাপড়ির অংশ তৈরি করে নিতে হবে।

1000011567.jpg

1000011571.jpg

ধাপ-৭ঃ

আলাদা একটা বৃত্তাকার রঙিন কাগজ নিয়ে তার উপরে পাপড়ি গুলো বসিয়ে দিতে হবে।

1000011573.jpg

ধাপ-৮ঃ

একইভাবে ছোট ছোট পাপড়ি গুলো বৃত্তকার রঙিন কাগজের উপরে আঠা দিয়ে পর্যায়ক্রমে লাগিয়ে দিতে হবে যেন গাঁদা ফুলের পাপড়ির মত একটা শেপ পাওয়া যায়।

1000011576.jpg

ধাপ-৯ঃ

সবগুলো ছোট ছোট পাপড়ির অংশ একসঙ্গে যুক্ত করে রঙিন কাগজের একটি স্ট্রীক তৈরি করে তার সঙ্গে লাগিয়ে দিয়েছি আর তৈরি হয়ে গেল চমৎকার রঙিন কাগজের গাঁদা ফুল। সবশেষে ফটোগ্রাফি করে আপনাদের মাঝে তুলে ধরেছি।

1000011580.jpg

এভাবেই খুব সহজে রঙিন কাগজের গাঁদা ফুল তৈরি করা যায় যেমনটা আপনারা দেখছেন।আশা করি আপনাদের ভালো লেগেছে।আজ এ পর্যন্তই থাকছে। আল্লাহ্ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 days ago 

ফুলের পাপড়ি গুলো দারুন লাগছে ভাই একদম দেখে মনে হচ্ছে অরিজিনাল গাঁদা ফুল। সত্যি বলতে অরিজিনাল গাঁদা ফুলের মতোই হলুদ রঙের পাপড়িটা ফুটে উঠেছে যাই হোক শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 days ago 

বিশ্বাস করেন সুমন ভাই আমি প্রথম দেখায় বুঝতে পারি নাই যে, এটা একটি কৃত্রিম গাদা ফুল। এত নিখুঁত ভাবে ফুলটি তৈরি করেছেন বুঝায় উপায় নেই। অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ

 3 days ago 

রঙিন কাগজের গাঁদা ফুল তৈরি করেছেন।ফুলগুলো দেখতে একদম বাস্তব গাঁদা ফুলের মতো লাগছে!রঙের সমন্বয়টা খুবই চমৎকার হয়েছে।আপনার হাতে যে সৃজনশীলতা আছে, তা সত্যিই প্রশংসনীয়। আরও নানা ধরনের কাগজের ফুল তৈরি করলে দারুণ হবে। সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

@rex-sumon, this is such a cheerful and creative post! আপনার রঙিন কাগজের গাঁদা ফুলগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে! The step-by-step guide is so clear and easy to follow, making it accessible for everyone to try. I especially appreciate how you've used simple materials to create something so beautiful.

DIY projects like this are a fantastic way to unleash creativity and add a personal touch to any space. Thanks for sharing your craft with the Steemit community. I am sure many will be inspired to try making these গাঁদা ফুল for themselves! Keep up the fantastic work, and I look forward to seeing more of your creations! What other paper crafts do you enjoy making?

 3 days ago 

ফুলের এরকম কারু কাজগুলো দেখতে আমার কাছে ভালোই লাগে।আপনি রঙিন পেপার দিয়ে চমৎকার একটি গাদা ফুল বানিয়েছেন।প্রতিটি ধাপ খুবই সহজবোধ্য বর্ণনার সাথে শেয়ার করেছেন।দেখে ভালই লাগলো।