গন্তব্যহীন গ্রামের পথে পর্ব-২
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইতিমধ্যে আমি গন্তব্যহীন গ্রামের পথের প্রথম পর্ব শেয়ার করেছি। আজ চলে এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে। আশা করি প্রথম পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক।
বিকেল গড়িয়ে সন্ধ্যা যখন নামতে শুরু করল তখন গ্রামের পথ আরও মনোরম হয়ে উঠল। আকাশে মেঘের সঙ্গে লালচে সূর্যের রং মিশে তৈরি করল এক অপূর্ব দৃশ্য। চারপাশে জোনাকির মতো আলো জ্বলে উঠছে ঘরবাড়িতে। দূরে কোথাও মসজিদের মাইকে বাজছে আজান আর আমরা ধীরে ধীরে ফিরছি নিজের পথে। ফিরে আসার সময় মনে হচ্ছিল আজ যেন কোনো জায়গায় না গিয়েও অনেক জায়গা ঘুরে এলাম। প্রতিটা বাঁক প্রতিটা মোড় প্রতিটা গাছপালা যেন গল্প বলছিল। গ্রামের এই এলোমেলো ঘোরাঘুরির মজাটা এমন এখানে কোনো শেষ নেই কেবল পথ আর অনুভূতি। মাঝে মাঝে মনে হয় আমাদের জীবনেরও ঠিক এমনটাই হওয়া উচিত গন্তব্যহীন কিছু সময়। যেখানে থাকবে না কোনো লক্ষ্য কোনো চাপ কোনো হিসাব। শুধু নিজেকে সময় দেওয়া প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া আর নিজের ভেতরের শান্তিটাকে খুঁজে নেওয়া।
বাইকের হেডলাইটের আলো যখন অন্ধকার রাস্তায় লম্বা ছায়া ফেলে দিচ্ছিল তখন মনে হচ্ছিল এই পথটাই যেন জীবনের প্রতিচ্ছবি। কখনো সোজা কখনো বাঁকা কখনো আলো কখনো অন্ধকার। কিন্তু যতক্ষণ আমরা চলছি ততক্ষণ জীবনও চলছে। সেদিনের সেই এলোমেলো ঘুরাঘুরি প্রতিটা মুহূর্ত আজও মনে পড়ে। কোনো বড় আয়োজন ছিল না তবুও মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দিয়েছিল সেই বিকেলটা। গ্রামের রাস্তা মাটির গন্ধ আকাশের মেঘ সব মিলিয়ে যেন এক টুকরো শান্তির ঠিকানা। যদি কখনো মনে হয় জীবনটা থমকে গেছে সবকিছুই ভারী হয়ে গেছে তখন একবার বাইকটা নিয়ে বেরিয়ে পড়ুন কোনো গ্রামীণ পথে। বিশ্বাস করেন কোনো গন্তব্য ছাড়াও আপনি খুঁজে পাবে এক নতুন প্রশান্তি নতুন উদ্যম আর হয়তো খুঁজে পাবে নিজেকেই। এটাই ছিল আমার আজকের গল্প। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোন গল্পে অন্য কোন পোস্টে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

গ্রামের অনাবিল শান্তি আর প্রাকৃতিক সৌন্দর্য্য যদিও বর্তমানে অনেকটাই বিলীন হয়ে গেছে।তারপরও উদ্দেশ্যহীন ভাবে মাঝে মাঝেই বেরিয়ে পড়তে বেশ ভালোই লাগে।আর আপনি এটি দারুণ উপভোগ করেছেন আশা করি, ধন্যবাদ দাদা।