You are viewing a single comment's thread from:
RE: অনুভূতির গল্প- হৃদয়ের টানে কোলকাতা (পর্ব-০৫)
কল্পনায় দিনটি পুরাতন হচ্ছে না। আপনার পোস্টটা যখন পড়ছিলাম মনে হচ্ছিল এই তো সেদিন ঘুরে এলাম। দারুন কিছু স্মৃতি নিয়ে চলে আসলাম বাংলাদেশে।
আমার এখন মাঝেমধ্যে মনে হয় কি যে ভুল করলাম অল্প খেয়ে। ওগুলো যদি আবার সামনে পেতাম সব মন মতন মারতে পারতাম। কারণ অনেক ইন্টারেস্টিং জিনিস আমরা টেস্ট ই করতে পারি নাই শেষমেষ। এমন এক্সাইটমেন্ট পরিবেশে কখনো মন মতন খাবার খাওয়া যায় না। এজন্যই আমরা ফেল মারছি।
সত্যি ভাই সেদিন খাবারের সাথে যথার্থ ব্যবহার আমরা করতে পারি নাই, তবে পরের বার গেলে ইউংলেস ভাইয়ের পাশে বসবো, তারপর চ্যালেঞ্জ নিয়ে সব খাবো, হা হা হা।
আরেকবার গেলে ওইখানে আমরা যাব। আমি খরচপাতি সম্পর্কে সব খোঁজ নিয়েছি।