সিলেট রাতারগুলের প্রাকৃতিক সৌন্দর্য // by ripon40

in আমার বাংলা ব্লগ20 days ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • **সিলেট রাতারগুলের প্রাকৃতিক সৌন্দর্য **
  • ২০, জুলাই ,২০২৫
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি সিলেট রাতারগুল ডিঙ্গি নৌকায় দৃশ্য পটভূমি শেয়ার করবো।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।





তাহলে চলুন শুরু করি


গত বছর নভেম্বর মাসের ২১ তারিখে সোমবার রাত দেড়টার সময় ট্রেনে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ।পার্বত্য অঞ্চলে অনেকবার যাওয়া হয়েছে কিন্তু সিলেট প্রথমবার যাওয়া সেটা অন্যরকম অনুভূতি ছিল। টেনে ভ্রমণ করতে আমরা সবাই পছন্দ করি। বিশেষ করে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেজন্য আমাদের ভ্রমণের বেশিরভাগ মুহূর্ত বা যাত্রা পথে ট্রেনের দৃশ্যপট দেখতে পান আপনারা। সিলেটে প্রথমবার ঘুরতে যাওয়া সেজন্য অনুভূতিটাই অন্যরকম যখন আমরা সিলেটে গিয়ে পৌঁছালাম সেখানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে অবস্থান করেছিলাম সাগর ভাইয়ের আঙ্কেলের কোয়ার্টারে উঠেছিলাম।

IMG_20241023_115538.jpg

IMG_20241023_115541.jpg

IMG_20241023_115815.jpg

IMG_20241023_115816.jpg


Device : Redmi Note 11
সিলেট রাতারগুলের প্রাকৃতিক সৌন্দর্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তারপরের দিন আমরা রওনা দিয়েছিলাম রাতারগুলের উদ্দেশ্যে জায়গাটার অনেক ভিডিও দেখেছি চারিপাশে সুন্দর সুন্দর গাছের দৃশ্য ছোট্ট ডিঙ্গি নৌকা নিয়ে যাওয়ার বিষয়টি সত্যিই অনেক ভালো লাগতো। বর্ষার মৌসুমে এই জায়গাটি সবচেয়ে বেশি সুন্দর আমরা এমন একটি সময় গিয়েছিলাম সেখানে পানি কবি কম ছিল। কোনভাবে নৌকা চলাচল করতে পারে পানি অনেক ঘোলাটে ছিল। প্রথমবার যাওয়া আমরা অনেকেই ভিতরে যেতে ইচ্ছে পোষণ করছিলাম । আবার কয়েকজন না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আমরা তখন বললাম প্রথমবার এসেছি ভিতরে যেতেই হবে।

IMG_20241023_115916.jpg

IMG_20241023_120324.jpg

IMG_20241023_120326.jpg

IMG_20241023_121929.jpg


Device : Redmi Note 11
নৌকায় ওঠা মুহুর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



নদীতে এই ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকা চালানোর অভ্যাস আমারও আছে। ছোটবেলা থেকে ভালো নৌকা চালাইতে পারতাম। কিছু দূর যাওয়ার পর বয়োজ্যেষ্ঠ চাচার কাছ থেকে নৌকার বৈঠা আমি নিজেই নিয়ে নিলাম। নৌকা চালানো শুরু করলাম আসলে প্রচন্ড গরম ছিল। বেশিক্ষণ নৌকা চালাইতে ভালো লাগলো না। আমার নৌকা চালানো দেখে চাচা অনেক খুশি হয়েছিল। তাদের কাছে সেখানকার পথ অনেক চেনা সেজন্য অনেক সহজ । আমার কাছে একটু কঠিন হয়েছিল । অনেক গাছের শিকড় ছিল যেখানে নৌকা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া প্রচুর নৌকা তাছাড়া পানি খুব সেজন্য নৌকা চালানো একটু কষ্ট হয়ে যাচ্ছিল। তবুও অনেক সময় ধরে নৌকা চালানোর চেষ্টা করেছিলাম।

IMG_20241023_121934.jpg

IMG_20241023_121946.jpg

IMG_20241023_123537.jpg

IMG_20241023_124328.jpg


Device : Redmi Note 11
নৌকায় যাত্রা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমি যেখানেই যাচ্ছিলাম সিলেট থেকে শুধু আমার চোখে একটি বিষয় দৃষ্টি কেড়ে নিচ্ছিল। সেটা হচ্ছে মেঘালয় এত সুন্দর লাগছে দেখতে পাহাড়ের উপরে সুন্দর সুন্দর বাড়ি মেঘের আভাস সব মিলিয়ে দারুন একটা বিষয় ।আমরা যে সময় জাফলং গিয়ে পৌঁছলাম প্রচন্ড রোদ ছিল সাথে কিছু খাবার নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে পানি যেটা প্রয়োজন সেই ধরনের সকল কিছুই সঙ্গে নিয়ে গিয়েছিলাম। পাহাড়ি রাস্তা দিয়ে যখন নদীর দিকে নামতে শুরু করলাম সাদা পাথরের দৃশ্য দেখে খুবই ভালো লাগছিল। প্রথমবার সিলেটে যাওয়া অনুভূতিটাই অন্যরকম ছিল। সেখানেই অবস্থান করছিলাম যেখানেই অবস্থান করছিলাম ভিন্ন এক অনুভূতির সাক্ষী। আশা করি আপনাদের কাছেও আমার ঘোরাঘুরি মুহূর্তের গল্প ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীসিলেট রাতারগুলের প্রাকৃতিক সৌন্দর্য
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনসিলেট

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Posted using SteemMobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 20 days ago 

Screenshot_2025-07-20-00-32-14-213_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-07-20-00-31-16-240_com.twitter.android.jpg

Screenshot_2025-07-20-00-31-12-440_com.twitter.android.jpg

 16 days ago 

এত সৌন্দর্যময় স্থানের সৌন্দর্যকে যেভাবে আপনি আজকের এই পোস্টের মধ্য দিয়ে শেয়ার করেছেন তা দেখে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি এখানে একের পর এক ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া আর কোন উপায় নেই৷ সবগুলো ফটোগ্রাফি অত্যন্ত দক্ষতার সাথে শেয়ার করেছেন। এখানে যেভাবে আপনি এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে বেশ ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷