আমার লেখা কবিতা " নীরবতার ফাঁকে " (Poem of my writing "In the emptiness of the unknown")||by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- নীরবতার ফাঁকে
- ১৮,আগস্ট ,২০২৫
- সোমবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
নিজের কিছু অনুভূতির কথা
আসলে মাঝে মাঝে কবিতা লিখতে অনেক ভালো লাগে।কবিতার মাধ্যমে জীবনের বাস্তব বিষয়গুলো অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে । কবিতা পড়তে এবং লিখতে দুটোই আমার খুবই পছন্দ সেজন্য মাঝে মাঝে কবিতা লিখে থাকি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকেই আছেন অনেক ভালো কবিতা লিখেন তাদের কবিতা লেখা ধরন অনেক ভালো। সেই থেকেই অনুপ্রাণিত হয় এবং মাঝে মাঝে কবিতা লিখে থাকি। মানুষ যখন অসত্যের বেড়াজালে আবদ্ধ হয়ে যায়। অসত্যের নেশায় মগ্ন হয়ে সত্যের জগৎ থেকে বেরিয়ে যায়। তখন বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হয়। জীবনকে করে বিভীষিকাময় । তখনই জীবন অসুন্দর হয়ে যায়। ধীরে ধীরে জীবনকে করে ধ্বংস যে প্রাপ্তিটা কেউই প্রত্যাশা করে না। আবার জীবনে আমার অনেক সময় অনেক ধরনের স্বপ্ন দেখে থাকি। অনেক ধরনের চিন্তাভাবনা ঘুরপাক খায় সেই চিন্তা ভাবনামূলক প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনো খুঁজে পাই না। তবুও সেই স্বপ্নগুলো বার বার চোখের অগোছরে থেকে যায়। জীবনের এই ছুটে চলা মুহূর্তগুলো কখনো সহজ কখনো কঠিন। ভিন্ন পথের ভিন্ন অনুভূতি নতুন কিছু সাক্ষী হওয়া যেটা সবাই চায়। এই মুহূর্তগুলো সত্যিই অনেক সুন্দর যেটা নিজেকে নিয়ে অনেক ভাবায় অনেক বাস্তবতা সম্পর্কে ধারণা দেয়। যেটা জীবনের অনেক বড় একটা দিক এটি সবাই চায় ছড়িয়ে দিয়ে নিজেকে নতুন কিছুর স্পর্শে যেতে।জীবনের এই ভাবনাগুলো কখনো কষ্টের কখনো সুখের কখনো অনুভূতির মুহূর্তে সারা জাগায় ।
নীরবতার ফাঁকে
ছোট্ট শিশুরা দৌড়ায় জলকাদায় পাপড়ে।
রাস্তার পাশে গাছে গাছে দোল,
ভিজে হাওয়ায় বাজে মধুর কলতান।
ভেজা ধোঁয়ায় মেশে গান আর সুরঙ্গ।
আকাশ ভরা মেঘ বলে মিষ্টি কথা,
বৃষ্টিভেজা বিকেল রাখে সবার ব্যথা।
মেঘের কণ্ঠে বাজে সুর—নীরবতায়।
টুপটাপ ছন্দে বৃষ্টি নামে ধীরে,
মন ভেসে যায় দূর অচেনা তীরে।
ছাতার তলে জমে কিশোরী হাস।
চা–এর ধোঁয়া মিশে কাঁচের জানালায়,
ভেজা সুরগন্ধ ঘুরে বেড়ায় হাওয়ায়।
ক্লান্ত পৃথিবী স্নান করে বরণায়।
বৃষ্টিভেজা সে মুহূর্তের ডাকে
মন হারায় নীরবতার ফাঁকে।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
https://x.com/mahmudrr_r/status/1956379306269331863?t=xksYbBcln_09kEldhd_8Jg&s=19
https://x.com/mahmudrr_r/status/1956379915601014803?t=iyWnbt0kiVxXlvc7058gDA&s=19
https://x.com/mahmudrr_r/status/1956380578602971202?t=MLcbEm-9tQa5Yq7qRkJ5KQ&s=19
https://x.com/mahmudrr_r/status/1956886102197031136?t=hrq2xy3DPrxPj2Uwv-oSfQ&s=19