কষ্টের মধ্যেই জীবনের আসল শিক্ষা লুকিয়ে থাকে//by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- কষ্টের মধ্যেই জীবনের আসল শিক্ষা লুকিয়ে থাকে
- ১৬, জুন ,২০২৫
- সোমবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি " কষ্টের মধ্যেই জীবনের আসল শিক্ষা লুকিয়ে থাকে " শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
জীবনে সবাই সুখী থাকতে চায়। কিন্তু সবসময় তা সম্ভব হয় না। অনেক সময় আমাদের নানা ধরনের কষ্টের মুখোমুখি হতে হয়—চাকরি না পাওয়া, পরীক্ষায় ফেল করা, প্রিয় মানুষকে হারানো, দারিদ্র্য, অসুস্থতা—এই সব কষ্টের সময় আমাদের মনে হয় জীবন অনেক কঠিন। কিন্তু এই কঠিন সময়েই আমরা সবচেয়ে বেশি কিছু শিখি। এই শিক্ষা আমাদের ভবিষ্যতে আরও শক্তিশালী করে তোলে।
ধরুন, একটি গরিব ছেলে যার পড়াশোনার খরচ চালানোর মতো টাকা নেই। সে সকালে পত্রিকা বিক্রি করে, আর রাতে পড়ে। তার কাছে সময় ও সুযোগ কম, কিন্তু চেষ্টা অনেক বেশি। এই কষ্ট তাকে শুধু পড়াশোনা শেখায় না, শেখায় দায়িত্ব, সময়ের মূল্য, ও কঠোর পরিশ্রমের শক্তি। ভবিষ্যতে যখন সে সফল হয়, তখন এই কষ্ট তাকে অন্যদের তুলনায় অনেক বেশি পরিণত করে।
অনেক সময় আমরা চেষ্টা করেও সফল হই না। তখন আমরা খুব হতাশ হই। কিন্তু এই ব্যর্থতা থেকেই আমরা বুঝতে পারি কোন জায়গায় ভুল ছিল। ধরুন, আপনি কোনো প্রতিযোগিতায় অংশ নিলেন কিন্তু হেরে গেলেন। পরের বার আপনি সেই ভুলগুলো এড়িয়ে আরো ভালো প্রস্তুতি নিতে পারবেন। এইভাবেই কষ্ট ও ব্যর্থতা আমাদের পরবর্তী সাফল্যের সিঁড়ি তৈরি করে দেয়।
যে মানুষ জীবনে কষ্ট পায়নি, সে হয়তো অন্যের দুঃখ বুঝতে পারে না। কিন্তু যে নিজে কষ্ট করেছে, সে জানে গরিবের কষ্ট, অসুস্থ মানুষের যন্ত্রণা, একাকিত্বের কষ্ট এই অনুভূতিগুলো। তাই সে অন্যের সাহায্যে এগিয়ে আসে, বিনয়ী হয়। সে বুঝতে শেখে, "মানুষের পাশে থাকা মানেই মানুষ হওয়া।ধরুন, এক কৃষক বহু কষ্টে চাষ করছে। হঠাৎ বন্যা এসে ফসল নষ্ট করে দিল। সে হতাশ হয় না, বরং আবার চেষ্টা করে। কারণ সে জানে, হতাশ হয়ে বসে থাকলে কিছুই হবে না। এই যে ধৈর্য, এই যে সাহস এইগুলো কোনো স্কুলে শেখায় না, শেখায় জীবনের কষ্ট।
জীবনে যেসব শিক্ষা আমরা বই পড়ে পাই না, সেগুলো আমরা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে পাই। যেমন ধরুন, এক মেয়ে যার বাবা হঠাৎ মারা গেছেন, তাকে ছোট বয়সেই সংসারের দায়িত্ব নিতে হয়েছে। সে অনেক কিছু শিখে কীভাবে টাকা আয় করতে হয়, কীভাবে সংসার চালাতে হয়। এই শিক্ষা তাকে অন্যদের তুলনায় অনেক বেশি আত্মনির্ভর ও পরিণত করে তোলে। জীবনে কষ্ট এড়ানো সম্ভব নয়। কিন্তু কষ্টকে ভয় না পেয়ে, তা থেকে শেখাটাই আসল বুদ্ধিমানের কাজ। কষ্ট আমাদের জীবনের শিক্ষক, যে শেখায় কিভাবে মানুষ হতে হয়, কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে লড়াই করতে হয়। তাই মনে রাখতে হবে, জীবনের সবচেয়ে বড় শিক্ষা পাওয়া যায় কষ্টের মধ্য দিয়ে।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
https://x.com/mahmudrr_r/status/1934245303722676499?t=VYd8AVv2KQT1u2OHCWMS5Q&s=19
https://x.com/mahmudrr_r/status/1934247519686660309?t=YG4D1LsUODpkdn-6R_IFfQ&s=19
https://x.com/mahmudrr_r/status/1934248553221853488?t=CLSUKvcUUI_K75MqwgkUyg&s=19
https://x.com/mahmudrr_r/status/1934272959834993001?t=QtdCu9Q84TFWHrWOicIUQA&s=19
https://x.com/mahmudrr_r/status/1934273916912144505?t=uSAAPHLVwtnspx7Eftb_8w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.