ফটোগ্রাফি || প্রকৃতির অপরুপ সৌন্দর্য by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- প্রকৃতির অপরুপ সৌন্দর্য
- ১৯, আগস্ট,২০২৫
- মঙ্গলবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমার সেরা ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
তাহলে চলুন গল্পটি শুরু করি |
---|
আপনারা সবাই আমার ফটোগ্রাফি পর্বের সাক্ষী হয়ে আছেন । প্রতিনিয়ত সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দিয়ে থাকেন। আজকের এঈ অগ্রযাত্রায় একশতম পর্বে পৌঁছলাম। প্রতি সপ্তাহের বুধবারে আমি ফটোগ্রাফি পর্ব শেয়ার করে থাকি। সব সময় চেষ্টা করি প্রকৃতির এই সৌন্দর্যের সেরা মুহূর্ত এবং দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার। যেটা আপনাদের কাছে অনেক ভালো লাগে। এটাই আমার অনেক বড় প্রাপ্তি এবং ফটোগ্রাফির সার্থকতা।ফটোগ্রাফি আমার শখ। আমি শখ হিসেবে ফটোগ্রাফি করি।প্রকৃতির সৌন্দর্য গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রকৃতি তার সৌন্দর্য দ্বারা মানুষকে মুগ্ধ করে। আজকে সুন্দর একটি বিকেল কাটিয়েছি সবুজ প্রকৃতির মাঝে । খুবই সুন্দর এবং মনমুগ্ধকর পরিবেশ ছিল। আজকের বিকেলটি অসাধারণ ছিল। সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায় ভিন্ন ভিন্ন রূপে তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে থাকে। সেটা উপভোগ করতে কার না ভালো লাগে বিভিন্ন সময়ে সৌন্দর্য তা উপভোগ করতে আমি খুবই পছন্দ করি ।যেটা প্রতিনিয়ত উপভোগ করে থাকি। প্রকৃতির রূপের বর্ণনা করলে শেষ হবেনা যেটা সময়ের সাথে সাথে তার রুপের পরিবর্তন ঘটায়। যেটা প্রকৃতিপ্রেমীরা উপভোগ করতে খুবই পছন্দ করে ।আমিও চেষ্টা করি প্রকৃতির রূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার। আজ কিছু প্রকৃতির অপরূপ সৌন্দর্য এর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
#১
Device : Redmi note 11
সবুজ শ্যামল দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

আসলে প্রকৃতি যখন তার সৌন্দর্য আমাদের মাঝে ফুটিয়ে তোলে । তখন আমরা প্রকৃতির সান্নিধ্য গেলে জীবনের সকল দুঃখ কষ্ট ভুলে যাই । যেখানে প্রকৃতি আমাকে আপন করে নেয়। সবুজ শ্যামল পরিবেশ যেটা প্রকৃতির সৌন্দর্যের ভিন্ন রূপ। এই সময় মাঠে কৃষকেরা ধান চাষ করে সবুজ পরিবেশ দেখতে দারুন লাগে।এ যেন ভিন্ন এক আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নেওয়া । এই সময় আকাশের সৌন্দর্য খুবই সুন্দর বিভিন্ন সাদা আকাশের ভেলা। নদীর পাড়ে বসে থেকে সেই দৃশ্যগুলো উপভোগ করতে পারাটা সত্যিই অনেক আনন্দের। আকাশের সৌন্দর্যে ছেয়ে আছে নদীর বুক। |
---|
#২
Device : Redmi note 11
গরুর পাল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

গ্রামীণ পরিবেশ সবসময় অনেক সুন্দর হয় । গ্রাম্য পরিবেশে যারা বেড়ে উঠেছে তারাই গ্রামের সুন্দর দৃশ্য চারিপাশের সৌন্দর্যমন্ডিত পরিবেশ গুলি উপভোগ করতে পছন্দ করে। যেহেতু জন্ম লগ্ন থেকে গ্রামে বেড়ে ওঠা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালোবাসি। সবসময় চেষ্টা করি বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করার। আপনাদের সাথে ফটোগ্রাফির মাধ্যমে সেই সুন্দর মুহূর্তের দৃশ্য গুলো ফুটিয়ে তোলা মহিষের গাড়ি যেটা কৃষকের মাঠে যাওয়ার এবং কাজের ব্যস্তময় একটি যাতায়াত অবলম্বনের ঐতিহ্য। |
---|
#৩
Device : Redmi note 11
বহমান নদীর দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

এখনো গ্রামীন পরিবেশে বিভিন্ন দৃশ্য দেখতে পাওয়া যায়। মাঠে মাঠে কৃষকেরা বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করে । বর্তমান যুগে আধুনিকতার অনেক কিছুই হারিয়ে যাচ্ছে ।আসলে এত দ্রুত সেই ঐতিহ্য হারিয়ে যাবে সেটা কখনো ভাবতেও পারিনি । এখনো মাঠে মহিষের গাড়ি, বাই সাইকেল, গরুর গাড়ি ঘোড়ার গাড়িগুলো দেখতে পাই । অনেকদিন আগে এই ফটোগ্রাফিটি করেছিলাম যখন নদীতে পানি ছিল। একজন কৃষক বাই সাইকেল মাঠের দিকে আসতেছিল । সেই দৃশ্য পটভূমির ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম । আশা করি সেই ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লাগবে । |
---|
#৪
Device : Redmi note 11
নদীর তীরের জীবনমান
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

আজ কয়েকদিন বিকেল মুহূর্তে আমরা অনেকেই মাঠের মধ্যে গিয়ে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করছি ।আসলে এই সময় আকাশ মেঘলা থাকে ঠান্ডা আবহাওয়া ঝড়ো বাতাস খোলামেলা পরিবেশে গিয়ে উপভোগ করার মজাই আলাদা ।যেটা আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করে থাকি। নদীর তীরে যারা বসবাস করে নদীতে যখন পানি থাকে তারা মাছ ধরা ব্যস্ত হয়ে পড়ে। সেই দৃশ্যগুলো দেখতে দারুন লাগে। যে মুহূর্তগুলো অনেকের হয়তো উপভোগ করার সৌভাগ্য হয় না তাছাড়া মাঠে কৃষি কাজে কৃষকের ব্যস্ত। কৃষকের সেই ব্যস্তময় মুহূর্ত গুলো দেখতে দারুন লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। |
---|
#৫
Device : Redmi note 11
জীবন জীবিকার তাগিদে ছুটে চলা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

এই পৃথিবীতে আমরা বিভিন্ন কর্মজীবীর মানুষ দেখতে পাই। যারা বিভিন্ন পেশায় নিয়োজিত পৃথিবীতে কোন কাজই ছোট নয়। যে যেটা তার যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী করে থাকে। গ্রামীন পরিবেশে যারা জীবনের অগ্রযাত্রার সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে। তাদের জন্য অনেকটা কঠিন এবং পরিশ্রমের মাধ্যমে চলতে হয়। তেমনি এক দৃশ্যমান বিষয়ক ফুটিয়ে তোলার চেষ্টা করেছি । তাদের এই জীবন যাত্রা দেখতে অনেক সুন্দর লাগে গোধূলি লগ্নে ঘরে ফেরা যেটা সত্যি তাদের মুখে হাসি ফোটা য়। |
---|
#৬
Device : Redmi note 11
সূর্যাস্তের মুহূর্তের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

এই ছবিটি অনেকদিন আগে তোলা হয়েছিল। সূর্যাস্তের মুহূর্তে পশ্চিম আকাশে এই দৃশ্যটি প্রায়ই দেখতে পাই। আমার কাছে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে সূর্যের লালচে আকার ধারণ যেটা সত্যিই মুগ্ধ করেছিল ।নদীর পাড়ে বসে এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে কেনা পছন্দ করে। নদীর তীরে একটি নৌকা ঘাটে বাঁধা আছে, সূর্য পশ্চিম আকাশে ফেলে পড়েছে। একান্ত নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে ঘাটের এই সৌন্দর্য প্রকৃতির এক ভিন্নরূপ যেটা ফটোগ্রাফি করার চেষ্টা করেছি ।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে । |
---|
#৭
Device : Redmi note 11
সূর্যাস্তের লালচে আকার
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

আমার মনে হয় সূর্যাস্তের মুহূর্তটি সবাই উপভোগ করতে পছন্দ করে। বিকেলের শেষ মুহূর্তে সূর্য যখন পূর্ব দিক থেকে পশ্চিম আকাশে হেলে পড়ে। সেই সৌন্দর্য দেখতে দারুণ লালচে আকার ধারণ করে চারিপাশের মেঘগুলো প্রতিফলিত হয় কি দারুন দৃশ্য ফুটে ওঠে। যেটা দেখার জন্য খোলামেলা পরিবেশ একদম পারফেক্ট। যেটা নদীর পাড়ে গিয়ে বেশি উপভোগ করা হয়ে থাকে। প্রতিনিয়ত আপনাদের সাথে সেই সুন্দর মুহূর্তগুলো ফটোগ্রাফি করে শেয়ার করার চেষ্টা করি। যেটা আপনারা উপভোগ করে থাকেন । এই দৃশ্যমান মুহূর্তগুলো সব সময় সাক্ষী হয়ে থাকবে। |
---|
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
https://x.com/mahmudrr_r/status/1957698812178493823?t=o47v8nyJewq8780yRzne4A&s=19
https://x.com/mahmudrr_r/status/1957699252127428763?t=z-1CX-BaQMg1yCNK6Ku0RQ&s=19
https://x.com/mahmudrr_r/status/1957699595544457517?t=Hv7YlQS9oMVSQQ7u_ImPwg&s=19
https://x.com/mahmudrr_r/status/1957700031018070412?t=tFVhGPowuULrDntqPsK0IA&s=19
আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখেই আমি মুগ্ধ হলাম। এত সুন্দর করে ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো। এভাবে চেষ্টা করলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন। প্রতিটা ফটোগ্রাফির মধ্যে আলাদা সৌন্দর্য লুকিয়ে ছিল। আপনার তোলা এত সুন্দর ফটোগ্রাফির প্রশংসা তো করতেই হচ্ছে।
ভাইয়া আপনি দারুন দারুন কিছু প্রকৃতির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।এইরকম গ্রামীণ দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে।আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।