ছোট্টবেলা যখন এই করোল্লা ভাজি করত একদমই খেতে চাইতাম না । তেতো বলে কিন্তু আমার কাছে আলু দিয়ে করোলা ভাজি করলে খেতে দারুন মজা লাগে । আপনার রেসিপিটি আমার খুবই পছন্দ হয়েছে । দারুন একটা রেসিপি তৈরি করেছেন আজকে। যেটা আমাদের খুবই উপকারী একটি সবজি ভালো লাগলো আপনার রেসিপি তৈরি দেখে।
তেঁতো স্বাদের করোলা তাই অনেকে বাচ্চাই খেতে চায় না।আপনিও তেমন ছিলেন।