আমাদের অঞ্চলের পাট শাক ভাজি করে খাওয়ার প্রচলন নেই। শুনেছি অনেকে পাট শাক খুব সুন্দর করে ভাজি করে খায়। আমারও খুব ইচ্ছে হয় এই পাট শাক ভাজি করে খেতে। আপনার পাট শাক ভাজি রেসিপি দেখে ভালো লাগলো। একসময় চেষ্টা করব এই ধরনের ভাজি জাতীয় খাবার খাওয়ার। আমাদের সাথে সুন্দর একটি ভাজি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ও আচ্ছা তবে আমাদের এলাকায় এই শাক ভীষণ জনপ্রিয়। খেয়ে দেখতে পারেন কোন একদিন ভালো লাগতেও পারে তবে জখনো খাননি তো তাই প্রথমে তেতো লাগবে আপনার। ধন্যবাদ