ফেলে আসা শৈশবের অনেক স্মৃতির কথা আপনি আজকে পোষ্টের মাধ্যমে তুলে ধরলেন । আষাঢ় মাসে বৃষ্টির দিনে পাড়ার সমবয়সীরা একসঙ্গে হয়ে বৃষ্টিতে গোসল করা । কাদা মাটিতে খেলাধুলা করা তারপর পুকুরে নেমে গোসল সময় পুকুরের পানি গরম গরম অনুভব করতাম যেটা ভালো লাগতো । আনন্দময় মুহূর্তগুলো খুবই মিস করি। বর্তমান সময়ে পুকুরের পরিমাণ কম এবং পুকুরে গোসল করার সেই দিন হারিয়ে গিয়েছে।
ঠিক বলেছেন ভাইয়া পুকুরে গোসল করার দিন গুলো হারিয়ে গেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।