You are viewing a single comment's thread from:

RE: আপকামিং ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের জন্য আপনাদের কাছ থেকে দক্ষতা বিষয়ক কিছু ইনফরমেশন চাইছি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

দাদা আমি সবচেয়ে বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে যেটা আমি শখ হিসেবে করে থাকি। এ পর্যন্ত প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট করেছি পর্ব আকারে অলরেডি ৫৬ পর্ব শেষ হয়েছে। তাছাড়া জেনারেল রাইটিং কবিতা গল্প যেগুলো লিখতে খুবই ভালো লাগে। এই কাজে নিজের চেষ্টার কোনো কমতি রাখেনি যেটা ধারাবাহিকভাবে করেই চলেছি। তাছাড়া অন্যান্য কাজগুলো তেমন একটা করা হয় না চেষ্টা করছি সেগুলো নিজের আয়ত্তে আনতে। যেগুলোর উপর নিজের মোটামুটি দক্ষতা রয়েছে-

০১. ফোটোগ্রাফি দক্ষতা ।
০২. ফোটো এবং ইমেজ এডিটিং দক্ষতা ।
০৩. জেনারেল বিষয়ের উপরে আর্টিকেল রাইটিং দক্ষতা।
০৪.ক্রিয়েটিভ রাইটিং (গল্প, উপন্যাস, কবিতা, রেসিপি, প্রভৃতি )দক্ষতা ।