মধ্যবিত্তের জীবনে যুদ্ধটা প্রতিদিনের—চাওয়া-পাওয়ার অমিল, সমাজের চাপ, পরিবারের দায়িত্ব সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম সংগ্রাম। কারো কাছে হাত পাতার অভ্যাস নেই, আবার সহানুভূতি দেখানোর সামর্থ্যও কম। সবচেয়ে কষ্ট পায় পরিবারের বড় সন্তান, যার স্বপ্নগুলো চাপা পড়ে যায় দায়িত্বের নিচে।
শতভাগ সত্য কথা বলেছেন ভাই