You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩০৬
তোমার স্মৃতির ছায়া মেখে, জেগে থাকে রাতের তারা,
তুমি ছুঁয়ে যাও হৃদয়পটে, প্রতিটি গভীর ধারা।
যেন নিঃশ্বাসে মিশে থাকা, নিরব ভালোবাসা,
তুমি না থাকলে ওগো, থেমে যায় সব আশা।