আপনার লেখাটি পড়ে ছোটবেলার সেই নির্মল, নিঃস্বার্থ বন্ধুত্বগুলোর কথা মনে পড়ে গেল। সত্যিই, তখনকার বন্ধুত্বে ছিল না কোনো স্বার্থ, ছিল শুধুই আনন্দ, ভালোবাসা আর একসাথে বড় হয়ে ওঠার গল্প। শিমুর সাথে আপনার স্মৃতিগুলো যেন আমাদের চোখের সামনে ভেসে উঠলো। আজকের এই ব্যস্ত জীবনে আমরা সবাই হারিয়ে ফেলেছি সেই সোনালি দিনগুলো। আপনাকে ধন্যবাদ এত সুন্দরভাবে শৈশবের বন্ধুত্বের সৌন্দর্য তুলে ধরার জন্য।
আমার লেখাটি আপনি মনোযোগ দিয়ে পড়েছেন জেনে ভালো লাগলো। ছোটবেলার বন্ধুত্বের কথাগুলো ভীষণ মনে পড়ে। সেগুলো হয়তো কখনো ভুলবো না। থেকে যাবে সুন্দর স্মৃতি হয়ে। সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।