মানুষকে চেনা যায় না মুখ দেখে, বোঝা যায় না মনে কী আছে—এই কথাটি যুগে যুগে সত্য প্রমাণিত হয়েছে। এই পৃথিবী যেমন বৈচিত্র্যময়, তেমনই বৈচিত্র্য মানুষের মনোজগতে। কেউ রাগী মুখের আড়ালে লুকিয়ে রাখে কোমল হৃদয়, আবার কেউ মধুর হাসির আড়ালে লালন করে নির্মমতা। আজকের সমাজে মানুষ এতটাই অভিনয়ে পারদর্শী হয়ে উঠেছে যে বাহ্যিক রূপ বা ব্যবহারে সত্যিকার মন বোঝা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই আজকাল মানুষকে মূল্যায়ন করতে হয় তার কাজ ও আচরণ দিয়ে, মুখ দেখে নয়।