নিঃসন্দেহে এমন একটি মুহূর্ত যেন প্রকৃতির বিরল উপহার। একটানা বৃষ্টির একঘেয়েমি কাটিয়ে পরিবারের সবার সাথে একসাথে ছোট পরিসরের পিকনিক—এ যেন দৈনন্দিন জীবনের ক্লান্তিকে ছুঁড়ে ফেলে দেওয়ার এক অপূর্ব উপায়। মাটির চুলায় রান্না করা খাবার, চারপাশে ঝমঝমে বৃষ্টি আর গল্পে-আড্ডায় মুখর পরিবেশ—সব মিলিয়ে যেন এক ছেলেবেলার সরল আনন্দের পুনর্জন্ম।
এটা সত্য সময়টা বেশ আনন্দঘন ছিল, ধন্যবাদ আপনাকে।