আপনার লেখাটি আমাদের সমাজের একটি চিরন্তন সত্যকে তুলে ধরেছে—বয়সের কারণে নয়, আচরণের কারণেই মানুষ সম্মান পায়। একজন মানুষ যতই সিনিয়র হোক, যদি তার মন-মানসিকতা নিচু হয়, অন্যের ক্ষতি করে নিজের সুবিধা আদায় করে—তাহলে সে কখনোই প্রকৃত সম্মান লাভ করতে পারে না।
একদম সঠিক কথা বলেছেন সম্মান অর্জন করতে হয় আচরণের মাধ্যমে। এরকম দুষ্ট প্রকৃতির লোকেরা বরাবরই লাঞ্ছিত হয়। আপনার মন্তব্যটি খুবই অনুপ্রেরণামূলক ছিল, ধন্যবাদ।