You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩২৩

in আমার বাংলা ব্লগ18 hours ago

নির্জন বিকেলের আবেশে ডুবে,
হৃদয় খোঁজে স্বপ্নের রূপকথা সুবে।
পাতা কাঁপে হাওয়ার মৃদু ছোঁয়ায়,
ভেতরটা ভরে যায় নিঃশব্দ ব্যাকুলতায়।

সূর্য হাসে শেষ রশ্মির আঁচলে,
মন হারায় রঙিন এক কল্পলোকে চুপচাপে।
ভালোবাসা খেলে যায় চোখের পাতায়,
নীরব বিকেল বলে — সবই ঠিক আছে প্রহর পেরিয়ে।