You are viewing a single comment's thread from:
RE: 💔অনলাইনে বিশ্বাস করে প্রতারণার শিকার হলাম😭💔||১০% @shy-fox এর জন্য বরাদ্দ
ভাই,তোমার পুরোটা পোস্ট পড়ে আমার খুবই কষ্ট লেগেছে আবার রীতিমতো হাসিও পেয়েছে।কারণ এখন অনলাইন জগতে প্রতারণার সংখ্যাটা বেশি বেড়ে গেছে। অনলাইনে যে পণ্য অর্ডার করা হয়েছে ওই পণ্যের পরিবর্তে অন্য পণ্য ঢুকিয়ে দিচ্ছে যা রীতিমত একটা প্রতারণা। তুমি এতটাই বিশ্বাস করেছিলে এবং স্বপ্ন দেখেছিলে যা নিমিষেই স্বপ্ন ভেঙ্গে গেছে। তবে ভাই 600 টাকা কোন ব্যাপার না কিন্তু এদের সৃষ্টিকর্তা বিচার করবে প্রতারণার জন্য অপেক্ষা করো।
সবচেয়ে বেশি হাসি পেয়েছে ওই লেখাটা পড়ে যখন তোমার কাছে নাম্বার চেয়েছে তুমি বিশ্বাস করে নাম্বার দিলে এর কিছুক্ষণ পরে তোমাকে ব্লক লিস্টে ফেলে দিয়েছে।যাইহোক ভাই, তোমাকে একটা পরামর্শ দিচ্ছি সেটি হচ্ছে ফেসবুক অথবা অনলাইনে কোনোকিছু খুব সহজে বিশ্বাস করবা না।আর বিশ্বাস করলে প্রতারণার শিকার হতে হবে। ধন্যবাদ জানাই আর ভালো থাকবে।
হুম আপু অনলাইন এখন আর ভাল না।ধন্যবাদ