জামাই আদর

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমি খুব বেশি ভালো নেই ঠান্ডা সর্দি জ্বরের খারাপ অবস্থা। খারাপ লাগা তো থাকবেই। তারপরও কাজ করে যেতে হবে । আপনাদের সাথে আজ নতুন একটি ব্লগ শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20240903_134134.jpg

আমার মাকে জামাই আদর করতে দেখেছি। আমার হাসবেন্ডকে আমার অন্যান্য কাজিন বোন তাদের জামাইদের কে অনেক ভাবে ছোটবেলা থেকে আপ্যায়ন করতে দেখেছি। এবার সেই দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে।। খুব অল্প বয়সে জামাই হয়েছে। তবে সেটা নিজের জামাই নয় ভাগ্নি জামাই।আমি শাশুড়ি হয়েছি। আমার জামাই আছে এ কথাটি কেমন যেন লাগে। নিজের মধ্যে অনেক অস্বস্তি কাজ করে। হ্যাঁ তবে আমার ভাগ্নি জামাই হচ্ছে আমার ননদের মেয়ে জামাই।তারা এবার প্রথম আমার বাসায় এসেছিল।

IMG_20240903_131204.jpg

IMG_20240903_131152.jpg

যেহেতু জামাই মানুষ তার মধ্যে প্রথম বার আসবে তাকে তো স্পেশাল ট্রেট দিতে হবে। এর জন্য আমি আগে দিন থেকেই মোটামুটি রান্নাবান্না করে রেখেছিলাম। আগের দিন পায়েস বানিয়েছি। পরে সকালে পিঠা বানিয়েছে। যেহেতু তাদের সময় জামাই আসবে পিঠা খাওয়াবো না তা কি আর হয়। তাই তালের পিঠা বানিয়ে ছিলাম সাথে সন্দেশ রেখেছিলাম নাস্তা হিসেবে সকালে আসার পরপরই দিয়েছি। তাড়াহুড়া তে আর ছবি তুলে রাখা হয়নি। এর পর দুপুরের জন্য রান্না বান্না শুরু করেছি।

যদিও সবারই সকালে আসার কথা ছিল কিন্তু অনেক বেশি বৃষ্টি পড়ছিল এজন্য সবার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। আর জামাই আসার সময় আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিল। নানান রকম মিষ্টি ফল চকলেট আইসক্রিম ড্রেস নিয়ে এসেছে।আমার মেয়ে তো চকলেট আর আইসক্রিম খেয়ে সেই খুশি তার ভাইয়া তার জন্য অনেক চকলেট এনেছে। অনেক আইসক্রিম এনেছে। এসব পেয়ে তার খুশি আর দেখে কে আমার ছেলে তো কিছুই বোঝেনা। তার ড্রেস পেয়ে সে ওতেই খুশি।

এরপর তাড়াহুড়া করে দুপুরের রান্না শেষ করে জামাইয়ের জন্য স্পেশাল একটা প্লেট রেডি করেছিলাম। ছোট বাচ্চা দিয়ে তেমন কিছু করতে পারিনি। যা রান্না করেছিলাম সেসব দিয়ে একটা প্লেট সাজিয়েছিলাম। এটাতে আমাদের জামাই অনেক বেশি খুশি হয়েছিল।

IMG_20240903_141941.jpg

আমি সেদিন সবার জন্য পটল ভাজা, সালাদ, মাছ ভাজা, চিংড়ি মাছ ভুনা, মাংস, রোস্ট,ডিমের কোরমা,পোলাও এসব কিছু বানিয়েছিলাম।সবগুলো রান্নায় নাকি আমার জামাইয়ের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবার খাওয়া দাওয়া শেষে অনেক গল্প গুজব করা হলো। অনেক গল্পস্বল্প করে বিকেলের নাস্তা খেয়ে চলে গেছে।

সারাটা দিন বেশ ভালোই কেটেছে সবার সাথে। কিন্তু আমাদের জামাইয়ের ছুটি শেষ সরকারি চাকরি করে তাকে তার কর্মস্থলে ফিরতে হবে। এজন্য আর সে থাকতে পারেনি তবে কথা দিয়েছে আবার সে আসবে।আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে।

2a3UdQyEPLqLr918wJSTZ9TNrdv221pEKYsihXSb7EY9jcomUhKoLZYnNgXvWxZkDig4F62iTUQTYyTfTufuipho1e3w3NTkcnE3Zrwjsq...9D5NaGMwfEaZYxixhfXfy7oP93kya29mqLQbn3z4cDdLe1ZQ2aXsrpqbip3dh4vYZKcKj1hw67bZCFURqQBWdn7d7GvJUouL5uPYREt5RyGY4xkiXJjx3J1w4H.gif

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাগ্নি জামাইকে দেখছি বেশ ভালো আপ্যায়ন করেছেন আপু। নতুন ভাগ্নি জামাই এসেছিল আর দারুন আয়োজন করেছেন। নতুন জামাইয়ের আপ্যায়নের আয়োজনগুলো দেখে অনেক ভালো লাগলো আপু।

 last year 

অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। এখানে লোভনীয় বিষয় জড়িয়ে রয়েছে চারিপাশে। কিছুদিন আগে আমাদের এখানে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল। যাই হোক গেস্ট এসেছিল অনেক কিছু এনেছিল। বেশ ভালো লাগলো সুন্দর একটি পোস্ট পড়ে।