বিকাল বেলা সবুজ শ্যামল প্রকৃতির সৌন্দর্য উপভোগ
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ০৪ ই জুলাই ২০২৫ ইং
বদরগঞ্জ উপজেলা নামটি শুনলেই চোখে ভেসে ওঠে মাঠভরা ধান, সরষে আর শস্যের সবুজ কারুকাজ। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এই বদরগঞ্জ যেন প্রকৃতির এক নিরব কবিতা। কয়েক দিন আগে বিকেলবেলায় হঠাৎ করেই ইচ্ছে হলো বেরিয়ে পড়ি পরিচিত একটি ফসলের মাঠের দিকে, যেখানে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে সারি সারি গাছ আর বাতাসে মিশে আছে মাটির গন্ধ। আসলে ফসলের মাঠ গুলো হয় অনেক বেশি সুন্দর ও শ্যামল প্রকৃতির। বিশেষ করে গ্ৰাম এলাকার সবুজ শ্যামল প্রকৃতির ফসলের মাঠ গুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। ফসলের মাঠ গুলো বিকাল বেলা একটু বেশি সৌন্দর্য ধারণ করে থাকে।
ফসলের মাঠে পা রাখতেই চোখে পড়ল সবুজের সমুদ্র। ধান গাছগুলো যেন নেচে উঠছে হালকা বাতাসে। সূর্যটা তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে, রঙিন আলো ছড়িয়ে দিচ্ছে চারপাশে। মেঘগুলো যেন রঙ তুলিতে আঁকা ছায়াছবি কখনো নীলচে, কখনো গাঢ় ধূসর। মাঝেমধ্যেই সূর্যের আলো মেঘের ফাঁক দিয়ে উঁকি দিয়ে যেন বলে উঠছিল, আমি এখনো আছি।আর বিকাল বেলা আকাশের সৌন্দর্য ও অনেক টা বৃদ্ধি পায়। বিকেল বেলার আকাশ মানেই এক অন্যরকম প্রকৃতি। যখন সূর্য আস্তে আস্তে অস্ত যায়, তখন এই পৃথিবীর সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়। আমরা সেদিন সবুজ শ্যামল মাঠ থেকে সূর্যের সৌন্দর্য উপভোগ করেছি।
এক কোণে দেখা গেল একটি ইটভাটা, লালচে ইটের স্তূপের পাশে উঠে দাঁড়িয়ে আছে একটি লম্বা চিমনি। সেটা দেখে গ্রামের পরিশ্রমী মানুষের দৃঢ়তা মনে পড়ে গেল প্রকৃতির মাঝে তারা নিজেদের জীবিকা গড়ছে, প্রকৃতির সাথেই তাদের সহাবস্থান।ফসলের জমির পাশ দিয়ে বয়ে যাচ্ছে সরু রাস্তা, যেটা বেয়ে একজন নারী হেঁটে যাচ্ছেন। তাঁর হাতে কোনো ঝুড়ি নেই, তবু মনে হলো তিনি যেন প্রকৃতির সঙ্গে কথা বলে চলেছেন। আর দূরে কোথাও পানি জমে থাকা ধানক্ষেতে দেখা গেল নীল আকাশের প্রতিচ্ছবি, যেন পুরো আকাশটাই নেমে এসেছে এই মাটির উপর।
এই বিকেলবেলার ঘোর যেন সহজেই কাটতে চায় না। পাখিরা ফিরছিল বাসায়, গাছের পাতা একটু একটু করে নিস্তব্ধ হচ্ছিল। চারদিক তখন এক অপার্থিব নিস্তব্ধতায় মোড়ানো, শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছিল ঘাসে পা ফেলার শব্দ আর বাতাসের সুর।বদরগঞ্জের এই পরিচিত মাঠটি আমার শৈশব, তারুণ্য আর বর্তমানের সঙ্গে জড়িয়ে থাকা এক নিরব বন্ধু। বারবার ফিরে যেতে ইচ্ছে করে এই শান্তির ঠিকানায়, যেখানে প্রকৃতি শুধু চোখে দেখা নয়, মনে গেঁথে থাকার মতো এক অনুভব। আসলে মাঝে মাঝে এরকম সুন্দর প্রকৃতির মাঝে সময় উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে।
এইসব দৃশ্য আর অনুভূতির মাঝে হারিয়ে গিয়েছিলাম কিছুক্ষণ। সময় থমকে গিয়েছিল শুধু প্রকৃতি কথা বলছিল আপন ছন্দে, আপন ভাষায়। বদরগঞ্জের এই সবুজ শ্যামল মাঠ যেন আমার হৃদয়ের চিরচেনা এক কবিতা। এই মাঠটির মধ্যে এর আগে কখনো এরকম বিকাল বেলা সময় উপভোগ করার সুযোগ হয়নি। তবে, সেদিন পরিকল্পনা করে গিয়েছিলাম বিকাল বেলা। বেশ দারুন একটি সময় উপভোগ করেছি। কিছু সময়ের জন্য আমরা প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম। মাঝে মাঝে মাথায় চিন্তা আসে, যদি এরকম পরিবেশের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে পারতাম, তাহলে কতই না ভালো হতো।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
https://x.com/Riyadx2P/status/1941165108748800034?t=oAUMvVtWHzQgjGozaV22nQ&s=19
https://x.com/Riyadx2P/status/1941165235924357447?t=oAUMvVtWHzQgjGozaV22nQ&s=19
https://x.com/Riyadx2P/status/1941165427801076175?t=oAUMvVtWHzQgjGozaV22nQ&s=19
https://x.com/Riyadx2P/status/1941165637088473397?t=oAUMvVtWHzQgjGozaV22nQ&s=19
সুন্দর প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। আর এত সুন্দর প্রকৃতি দেখলেই ছবি তুলতে ইচ্ছে করে। ছবিগুলো খুবই সচ্ছ হয়েছে ভাইয়া। অনেক ভালো লাগলো।
বিকেল বেলার প্রকৃতি উপভোগ করা মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক বেশি ভালো লাগছে৷ এই ফটোগ্রাফি গুলো খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এখানে ফটোগ্রাফি গুলো যখন দেখছিলাম তখন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷ এখানে সবগুলো ফটোগ্রাফি আপনি খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ অনেক ধন্যবাদ এত চমৎকার একটি ফটোগ্রাফি এবং মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য৷