ভ্রমণ পোস্ট: অষ্টমবারের মতো রংপুর চিকলি ওয়াটার পার্ক ভ্রমণ (প্রথম পর্ব)
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার, 20 ই আগস্ট ২০২৫ ইং
রংপুরের চিকলি ওয়াটার পার্ক আমার কাছে বরাবরের মতোই এক ভিন্ন অনুভূতির জাগায়। এর আগে সাতবার ঘুরে এলেও প্রতিবারই নতুন কিছু পাওয়ার আনন্দ থাকে। তাই অষ্টমবারের মতো সেখানে যাওয়ার পরিকল্পনা করলাম। যাত্রার শুরুতেই মনে হচ্ছিল এ ভ্রমণও নিশ্চয়ই এক অনন্য স্মৃতি হয়ে থাকবে। সকালবেলা আমরা বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ি। রাস্তার দুই পাশে সবুজ প্রাকৃতিক দৃশ্য আর খোলা আকাশ দেখে মন আরও প্রফুল্ল হয়ে ওঠে। শহরের ভেতর দিয়ে এগিয়ে যেতে যেতে মনে হচ্ছিল, আজকের দিনটা যেন একটু বিশেষভাবে সাজানো।
চিকলি ওয়াটার পার্কের প্রবেশদ্বারে পৌঁছানোর সাথে সাথেই চোখে পড়ল ঝকঝকে পরিবেশ আর ভ্রমণপ্রিয় মানুষের ভিড়। মনে হচ্ছিল সবাই যেন একসাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। ভেতরে ঢুকেই চোখে পড়ল নানান ধরনের ঝরনা, রাইড আর পুকুরের মতো বড় বড় সুইমিং পুল। পানির ছলছল শব্দ আর চারদিকে খুশির কলরব মনে এক অন্য রকম আবহ তৈরি করে দিল। আমরা প্রথমেই সিদ্ধান্ত নিলাম পানির রাইড দিয়ে শুরু করব। ঠান্ডা পানিতে ঝাঁপ দিয়ে যে শিহরণটা পেলাম, তা ভাষায় প্রকাশ করা কঠিন। এক মুহূর্তেই যেন সব ক্লান্তি দূর হয়ে গেল।
বন্ধুদের সঙ্গে দুষ্টুমি, পানিতে ছিটাছিটি আর হাসি-ঠাট্টার মধ্যে সময় কেটে যাচ্ছিল বেশ আনন্দময়ভাবে। মাঝেমধ্যেই আমরা ছবি তুলছিলাম স্মৃতি ধরে রাখার জন্য। সূর্যের আলো পানির উপর পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করছিল, যেন স্বপ্নের মতো লাগে। পার্কের চারপাশে গাছগাছালির সবুজ আর সতেজ পরিবেশ ভ্রমণকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। দুপুরের দিকে আমরা সামান্য বিশ্রাম নিলাম এবং পাশের রেস্টুরেন্টে বসে খাওয়া-দাওয়া করলাম। খাবারও বেশ সুস্বাদু ছিল, যা ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দিল।
পুরো দিনের এই ভ্রমণেই বুঝতে পারলাম, অষ্টমবার হলেও চিকলি ওয়াটার পার্ক আমাকে আগের মতোই মুগ্ধ করেছে। প্রতিবারই মনে হয় কিছুটা ভিন্নতা রয়েছে, আর সেখানেই এ জায়গার আসল আকর্ষণ। দিনের শেষে যখন বেরিয়ে এলাম, মনে হচ্ছিল আবারও নতুন উদ্যমে ফিরে আসব। এটা যেন এক চিরন্তন টান, যা আমাকে বারবার এখানে টেনে নিয়ে আসে।দিনভর এই আনন্দের মাঝেও সবচেয়ে ভালো লেগেছিল সবার মিলেমিশে থাকা। অপরিচিত মানুষজনও যেন একে অপরের সঙ্গী হয়ে উঠেছিল।
ছোট বড় সবাই মিলে পানিতে খেলছে, হাসছে আর আনন্দ করছে এই দৃশ্যটা ভ্রমণকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। মনে হচ্ছিল চিকলি ওয়াটার পার্ক কেবল বিনোদনের স্থান নয়, এটা মানুষের মনে সুখ আর মিলনের এক অনন্য জায়গা।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
https://x.com/riyadx2p/status/1958201750734647466?s=46
https://x.com/riyadx2p/status/1958202050954899732?s=46
ভ্রমণ করতে আমাদের সকলের ভালো লাগে৷ আর আজকে যেভাবে আপনি এখানে রংপুরের এই সুন্দর জায়গায় ভ্রমণ করেছেন এবং এখানে আপনি অনেকবার ভ্রমণ করেছেন শুনে আরো অনেক বেশি ভালো লাগলো৷ আজকে খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলোর মধ্য দিয়ে সবকিছু আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷