প্রকৃতির প্রতিশোধ
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ০৮ ই আগস্ট ২০২৫ ইং
গ্রামের মাঠে একসময় সবুজের সমারোহ ছিল। সদ্য রোপণ করা ধানের চারা বাতাসে দুলে ওঠার সঙ্গে সঙ্গে কৃষকের মুখে ফুটেছিল প্রশান্তির হাসি। সোনালি ভবিষ্যতের আশায় দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছিলেন তারা। কিন্তু প্রকৃতির অনিশ্চয়তা সেই হাসি মুহূর্তেই মুছে দিল। আষাঢ়ের মেঘ যেন সমস্ত আকাশ ঢেকে টানা বৃষ্টি ঝরাতে লাগল, আর উজানের নদী ফুলে উঠে উপচে পড়ল গ্রামমাঠে। কয়েক দিনের মধ্যে মাঠ ভরে গেল কাদামিশ্রিত বৃষ্টির পানিতে। এখন যতদূর চোখ যায় শুধু জলরাশি যা দেখতে সুন্দর হলেও, তা কৃষকের কাছে এক ভয়ঙ্কর বিপর্যয়ের প্রতিচ্ছবি।
পানির গভীরে ধান গাছগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের সবুজ রং ম্লান হয়ে গেছে। কোথাও কোথাও গাছগুলো পুরোপুরি পানির নিচে তলিয়ে আছে। শিকড়ে অক্সিজেন পৌঁছাতে না পেরে ধীরে ধীরে পচে যাচ্ছে চারাগুলো। কৃষক জানে, এই ক্ষতি পূরণ করা সহজ নয়। প্রতিটি চারা সে নিজ হাতে রোপণ করেছে, প্রতিটি জমিতে সে নিজের ঘাম মিশিয়েছে। তার কাছে এই ফসল শুধু খাদ্যের উৎস নয়, বরং সারা বছরের জীবিকা, সন্তানদের পড়াশোনার খরচ, পরিবারের চিকিৎসা, এমনকি সমাজে টিকে থাকার আশা।
এখন গ্রামজুড়ে আলোচনা শুধু ক্ষতির পরিমাণ নিয়ে। কার কত একর জমি পানিতে গেছে, কার কত টাকা ঋণ হয়েছে, আর কতদিন এভাবে চলতে হবে সবাই দুশ্চিন্তায় ডুবে আছে। কেউ কেউ এখনো পানিতে নেমে গাছগুলো টিকিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু আশার আলো ক্ষীণ। পানির মধ্যে দাঁড়িয়ে কাজ করা কঠিন, তার ওপর পোকামাকড়ের উপদ্রব বেড়ে গেছে।দূরে মাঠের মাঝখানে এক-দুটি টিনের ঘর এখনও পানির উপরে ভাসমান দেখায়, যেখানে কৃষকরা তাদের কৃষি সরঞ্জাম রেখেছিল। কিন্তু অধিকাংশ সরঞ্জামই ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে।
এমন অবস্থায় তাদের সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ংকর বাস্তবতা আগামী মৌসুমের জন্য নতুন করে বিনিয়োগের সুযোগ কি তারা পাবে? ঋণের বোঝা কীভাবে শোধ করবে? তবুও কৃষক জানে, বেঁচে থাকার একটাই উপায় আশা ধরে রাখা। যতবারই বৃষ্টি তার স্বপ্ন ভাসিয়ে নিয়ে যাক না কেন, যতবারই মাঠ খালি হয়ে যাক, ততবারই সে আবার জমিতে নামবে। হয়তো পরের মৌসুমে আবার বীজ বপণ করবে, আবার সবুজে ভরিয়ে তুলবে এই পানিভেজা মাঠ। কারণ কৃষকের জীবনে শেষ কথা হলো হার মানা নয়, বরং বারবার নতুন করে শুরু করা।
এই অদম্য মনোবলই বাংলার কৃষিকে শতাব্দীর পর শতাব্দী বাঁচিয়ে রেখেছে, আর রাখবে যতদিন এই মাটি উর্বর থাকবে।
সবাইকে ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
https://x.com/Riyadx2P/status/1953877228053270726?t=X76T6BZIqh-NX7c9RtgFNQ&s=19
https://x.com/Riyadx2P/status/1953877438049779955?t=4SJk3si6RLGxxWmXSzxUsw&s=19