জীবন অল্প সময়ের, সৎ পথ অবলম্বন করাই শ্রেয়
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার, ০৯ ই আগস্ট ২০২৫ ইং
জীবন আসলে এক প্রবাহমান নদীর মতো, যার গতিপথ নির্দিষ্ট নয়, কিন্তু সময়ের স্রোত কারো জন্য থেমে থাকে না। আমরা যতই চেষ্টা করি না কেন, সময়ের চাকা একবার ঘুরে গেলে তা আর ফিরিয়ে আনা যায় না। এই কারণেই জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। যদি আমরা এই মূল্যবান সময়টি অসৎ পথে, মিথ্যা ও প্রতারণায় নষ্ট করি, তবে শেষমেশ হাতের মুঠোয় থাকবে শুধু অনুশোচনা আর আফসোস। অথচ সৎ পথে হাঁটা, ন্যায়ের পাশে দাঁড়ানো এবং সত্যের অনুসারী হওয়া এই গুণগুলো জীবনের প্রতিটি অধ্যায়কে অর্থবহ ও সম্মানজনক করে তোলে।
সততা শুধু একটি গুণ নয়, এটি জীবনের ভিত্তি। পরিবার, বন্ধু, সহকর্মী কিংবা সমাজ প্রত্যেক সম্পর্কের মূলে থাকে আস্থা ও বিশ্বাস, আর সেই বিশ্বাস গড়ে ওঠে সততার ওপর। যে মানুষ সৎ পথে চলে, তার কথা ও কাজের মধ্যে কোনো ফাঁক থাকে না। এমন মানুষ হয়তো তৎক্ষণাৎ বড় সাফল্য না ও পেতে পারে, কিন্তু তার জীবন হয় শান্তি ও তৃপ্তিতে পূর্ণ। অন্যদিকে, অসৎ উপায়ে অর্জিত সম্পদ, খ্যাতি বা ক্ষমতা একসময় বোঝার মতো হয়ে দাঁড়ায়, কারণ তা ভয় ও সন্দেহের সাথে বাঁধা থাকে। অসৎ পথে চললে মানুষ সর্বদা ভয় পায় কখন তার আসল রূপ সবাই জেনে ফেলবে, কখন তার মিথ্যা ধরা পড়বে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জীবন অল্প হলেও তার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। আমরা যদি সততার আলোতে জীবন যাপন করি, তবে শুধু নিজের জীবন নয়, অন্যের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারি। একজন সৎ মানুষ তার চারপাশে একটি নিরাপদ ও ন্যায়নিষ্ঠ পরিবেশ তৈরি করে, যেখানে অন্যরা সত্য বলতে ও ন্যায়ের পথে চলতে উৎসাহিত হয়। এই প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে পারে, যা অসৎ জীবনে কখনো সম্ভব নয়।
আমাদের মনে রাখা উচিত, জীবনের শেষ প্রান্তে এসে আমরা অর্থ, গাড়ি, বাড়ি কিংবা বাহ্যিক বিলাসিতা নিয়ে গর্ব করব না বরং আমরা গর্ব করব আমাদের সততা, ন্যায়বোধ, আর সৎ পথে অর্জিত সম্মান নিয়ে। এই সম্মানই হবে আমাদের প্রকৃত উত্তরাধিকার। তাই জীবনের অল্প সময়টুকু এমনভাবে ব্যবহার করা উচিত, যাতে আমাদের চলে যাওয়ার পরও মানুষ আমাদের স্মরণ করে একজন সৎ ও ন্যায়নিষ্ঠ মানুষ হিসেবে। সত্য, ন্যায় ও সততার এই পথ হয়তো সহজ নয়, কিন্তু এটি সবচেয়ে শান্তি ও গৌরবময় পথ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
https://x.com/Riyadx2P/status/1954234968940699726?t=t6MikIrSkkHKnnXJwLD5NQ&s=19
https://x.com/Riyadx2P/status/1954235149773840588?t=jzJWdwiY_2bejpgGfri6kg&s=19
https://x.com/Riyadx2P/status/1954235399376867678?t=v-ZInbcOcY3mmj_go-RE0Q&s=19