ব্যাচেলর জীবন মানে স্বাধীনতার সাথে সংগ্রামের পথচলা
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ১৮ই আগস্ট ২০২৫ ইং
ব্যাচেলর জীবন মানে স্বাধীনতার সাথে সংগ্রামের পথচলা। এটি এমন এক অধ্যায়, যেখানে জীবনের প্রতিটি মুহূর্ত যেন নতুন এক অভিজ্ঞতার স্বাদ এনে দেয়। অনেকের কাছে ব্যাচেলর জীবন মানে মুক্তি নিজের ইচ্ছেমতো ঘুম থেকে ওঠা, নিজের মতো করে রাত জাগা, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা কিংবা হঠাৎ কোথাও বেড়িয়ে যাওয়া। কিন্তু বাস্তবিক অর্থে এই জীবনের ভেতরে থাকে অগণিত দায়িত্ব, সীমাবদ্ধতা এবং সংগ্রামের গল্প, যা একজন মানুষকে ভেতর থেকে বদলে দেয়।
পরিবারের ছায়া থেকে দূরে এসে যখন কেউ ব্যাচেলর জীবনে পা রাখে, তখন সে বুঝতে পারে কতটা বড় দায়িত্ব বহন করতে হয় একজন পূর্ণাঙ্গ মানুষকে। আগে যেখানে মায়ের হাতে গরম ভাত টেবিলে সাজানো থাকত, সেখানে এখন প্রতিদিন নিজেকে সামলাতে হয়। বাজার করা, রান্না করা, ঘর গোছানো, বিল পরিশোধ করা, সব মিলিয়ে প্রতিদিনের জীবনটাই এক নতুন চ্যালেঞ্জ হয়ে ওঠে। রান্নাঘরে দাঁড়িয়ে ভাত ফোটাতে গিয়ে কিংবা পেঁয়াজ কুচি করতে করতে মনে পড়ে যায় মায়ের হাতের রান্না আর সেই নির্ভরশীল জীবনের দিনগুলো।
ব্যাচেলর জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সীমিত আয়ে চলতে শেখা। মাসের শুরুতে হাতে টাকা থাকলেও খরচের চাপ দিনে দিনে বেড়ে যায়। একসময় মাসের শেষে হিসেব মেলাতে গিয়ে টেনশন ভর করে। কখনো টিফিন ভাগাভাগি করে খেতে হয়, আবার কখনো বন্ধুর সঙ্গে অল্প টাকায় বড় আনন্দ খুঁজে নিতে হয়। কিন্তু এখানেই লুকিয়ে আছে জীবনের আসল শিক্ষা কীভাবে অল্পের মধ্যে সন্তুষ্ট থাকা যায় এবং কষ্টকে সহ্য করে এগিয়ে যাওয়া যায়।
এই জীবনে বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম। রুমমেট বা সহপাঠীরাই হয়ে ওঠে পরিবারের বিকল্প। একসাথে বাজার করা, রান্না করা, এক থালা ভাত ভাগাভাগি করে খাওয়া কিংবা রাতে টেবিলে বসে আড্ডা সবকিছুই এক অদ্ভুত বন্ধনে আবদ্ধ করে। মাঝেমধ্যে নিঃসঙ্গতা এসে ভর করে, বিশেষ করে অসুস্থ হলে বা কোনো সমস্যায় পড়লে, তখন মনে হয় পরিবার পাশে থাকলে কত ভালো হতো। কিন্তু ঠিক সেই সময়ে বন্ধুরাই হয়ে ওঠে আশ্রয়, যাদের সঙ্গে দুঃখ ভাগাভাগি করলেই মনটা হালকা হয়ে যায়।
তবে সব কষ্টের মাঝেও ব্যাচেলর জীবনের আনন্দগুলো ভোলার নয়। রাতভর সিনেমা দেখা, হুট করে ঘুরতে যাওয়া, কোনো বিশেষ দিনে একসাথে রান্না করে খাওয়া, কিংবা পরীক্ষার আগে রাত জেগে পড়াশোনা করার স্মৃতিগুলো একদিন জীবনের সবচেয়ে মধুর অভিজ্ঞতা হয়ে ওঠে। এই জীবনই শেখায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে, দায়িত্ব নিতে এবং বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
https://x.com/riyadx2p/status/1957492269252243656?s=46
https://x.com/riyadx2p/status/1957492564917203441?s=46
https://x.com/riyadx2p/status/1957492859764199776?s=46
https://x.com/riyadx2p/status/1957493084910153760?s=46
আপনার ইপুশ ব্যালেন্স অনেক কমে গেছে, দ্রুত রিচার্জ করে নিন। ধন্যবাদ