ফটোগ্রাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ০২ ই মে ২০২৫ ইং
যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু বর্তমান সেই আসক্ত আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করি।আর আমি বিশেষ করে গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। এছাড়াও ও আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী করতে ও অনেক পছন্দ করি।আর আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি।তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমার তোলা বেশিরভাগ ফটোগ্রাফী গুলো হচ্ছে গ্ৰামীন পরিবেশের।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত একটি হাঁড়িভাঙ্গা আমের ফটোগ্রাফি। আপনারা হয়তো অনেকেই হয়তো প্রত্যেকেই হাঁড়িভাঙ্গা আম সম্পর্কে অবগত আছেন। যারা এখন পর্যন্ত এই হাঁড়িভাঙ্গা আমের সাথে অবগত নন তারা অবশ্যই এই বছর আমের সিজনে আমাদের মিঠাপুকুর উপজেলায় আসবেন। তাহলে এই আম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমাদের মিঠাপুকুর উপজেলার মধ্যে এই হাঁড়িভাঙ্গা আম প্রচুর পরিমাণে চাষ করা হয়। এই এলাকার অধিক কৃষকের প্রধান আয়ের উৎস হচ্ছে হাঁড়িভাঙ্গা আম।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত একটি নৌকার ফটোগ্রাফি।আমি এই ফটোগ্রাফি টি আমাদের বদরগঞ্জ উপজেলার একটি নদী থেকে সংগ্রহ করেছি। বেশ কিছু দিন আগে গিয়েছিলাম আমি বদরগঞ্জ উপজেলার মধ্যে। বদরগঞ্জ যাওয়ার পথে দেখছিলাম আমি নদীর মধ্যে একটি নৌকার মাধ্যমে একজন লোক মাছ ধরার চেষ্টা করছেন। তখন আমি এই ফটোগ্রাফি টি ধারণ করেছি। ফটোগ্রাফি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। এরকম মাছ ধরার দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত বদরগঞ্জ টু নাগের হাট হাইওয়ে রোডের ফটোগ্রাফি। বেশ কিছু দিন আগে আমি গিয়েছিলাম বদরগঞ্জ উপজেলার মধ্যে। বেশ কিছু দিন আগে এই রোড টি নতুন করে তৈরি করেছেন।আগে এই রাস্তা টি খুব একটা ভালো ছিল না। কিন্তু বর্তমান সময়ে তা নতুন করে আরো সুন্দর করে তৈরি করেছে। যাইহোক এই রাস্তা টি গ্ৰামের সবুজ শ্যামল প্রকৃতির মধ্যে দিয়ে বয়ে গিয়েছে। এই রাস্তা টি চলাচল করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রাস্তার দুই পাশে রয়েছে বিভিন্ন ধরনের সবুজ শ্যামল গাছপালা।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত সবুজ শ্যামল প্রকৃতির ফটোগ্রাফি।বাংলাদেশ প্রকৃতির অপার সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। এদেশের প্রকৃতি যেন সবুজের সমারোহে আবৃত। মাঠ-ঘাট, বন-জঙ্গল, নদ-নদী আর পাহাড়-টিলার সমন্বয়ে গঠিত এই দেশের প্রকৃতি সত্যিই মনোমুগ্ধকর।সবুজ শ্যামলতা আমাদের চিত্তকে করে প্রশান্ত, মনে জাগায় প্রশান্তির অনুভব। গ্রীষ্মের সবুজ, বর্ষার সজীবতা, শরতের শুভ্রতা ও শীতের কুয়াশা—সব ঋতুতে প্রকৃতি তার ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয়। ফটোগ্রাফি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত শ্যামপুর রেলওয়ে স্টেশন থেকে ধারণ করা একটি ফটোগ্রাফি। বেশ কিছু দিন আগে আমি গিয়েছিলাম শ্যামপুর রেলওয়ে স্টেশনে। শ্যামপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার মূল কারণ ছিল দিনাজপুর যাওয়া। শ্যামপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের মাধ্যমে গিয়েছিলাম। শ্যামপুর রেলওয়ে স্টেশন টি দেখতে অনেক বেশি সুন্দর ও উজ্জ্বল। শ্যামপুর রেলওয়ে স্টেশনের চারদিকে রয়েছে বিভিন্ন ধরনের সবুজ শ্যামল গাছপালা।আর গাছপালা গুলোর জন্য এই স্টেশন টি দেখতে অনেক বেশি সুন্দর লাগে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1918266083615859056?t=IWgRQJBBzMrkmevrl9H7zQ&s=19
https://x.com/Riyadx2P/status/1918266330496811510?t=IWgRQJBBzMrkmevrl9H7zQ&s=19
Screenshot
প্রকৃতি সত্যি অপরূপ সুন্দর আর আপনি এই অপরূপ সুন্দর প্রকৃতিকে ক্যামেরা বন্দী করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো। অসম্ভব সুন্দর ফটোগ্রাফি আপনি করেছেন। এত সুন্দর সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
বাহ আজকে তো আপনি দেখতেছি দারুন কিছু ফটোগ্রাফি করলেন। সবচেয়ে বেশি আপনার ফটোগ্রাফি কোয়ালিটি এত ভাল ছিল কি বলবো। প্রত্যেকটি ফটোগ্রাফি আপনি ধৈর্য ধরে করার চেষ্টা করেছেন। সেজন্য আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে দারুন লাগলো। কোয়ালিটি ফুল ফটোগ্রাফি করে আমাদের মাঝে বর্ণনা করার জন্য অনেক ধন্যবাদ।
আজকে আপনি ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। বিশেষ করে রাস্তার ফটোগ্রাফিও নৌকার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।। আর পুরনো রাস্তা গুলো যখন নতুন করে করা হয় দেখতে চমৎকার লাগে। ফটোগ্রাফি গুলো সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
বেশ অসাধারন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই অসাধারণ ফটোগ্রাফিগুলো দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ আপনি এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তেমনি আপনি যে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছে৷
নৌকাটা বেশ সুন্দর লাগছে। স্টেশনের ফটোগ্রাফি টাও বেশ চমৎকার করেছেন ভাই। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।