পুসফাই ($PUSS) প্রজেক্ট এর ভবিষ্যৎ
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার, ০৪ ই জুন ২০২৫ ইং
ক্রিপ্টোকারেন্সি জগতে আজকাল অনেক নতুন নতুন প্রজেক্ট গড়ে উঠছে, তাদের অনেকেই সাময়িক হাইপ তুললেও স্থায়িত্ব ধরে রাখতে ব্যর্থ হয়। এই প্রেক্ষাপটে পুসফাই ($PUSS) একটি ব্যতিক্রমী নাম, যা প্রথম দেখাতেই কিছুটা হাস্যরসাত্মক কিংবা মিম ভিত্তিক প্রজেক্ট মনে হতে পারে। তবে এই প্রজেক্টটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের এর ভেতরের দিকগুলো একটু গভীরভাবে দেখতে হবে। যখন এই প্রজেক্ট টি নতুন চালু হয়েছিল, তখন এই প্রজেক্টের তেমন একটা হাইফ ছিল না। শুধু মাত্র কয়েকজন মানুষ জানতেন এই প্রজেক্ট সম্পর্কে।
পুসফাই মূলত "আমার বাংলা ব্লগ" কমিউনিটি চালিত টোকেন, যার মূল চালিকা শক্তি মজা, ইন্টারনেট কালচার । আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রিয় প্রতিষ্ঠাতা দাদা যখন এই কয়েন টি তৈরি করেছিলেন তখন শুধু মাত্র মজা করার ছলে এটি তৈরি করেছিলেন, কিন্তু বর্তমান সময়ে এটি ক্রিপ্টকারেন্সি মার্কেটের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ডোগকয়েন বা শিবা ইনুর মতো প্রজেক্টগুলোর সাফল্যের পরবর্তীকালে তৈরি হওয়া এমন অনেক টোকেনের ভিড়ে পুসফাই নিজস্ব একটা পরিচয় গড়ে তোলার চেষ্টা করছে।
এই প্রজেক্টের ভবিষ্যৎ নির্ভর করছে কয়েকটি মূল বিষয়ের ওপর যেমন এর কমিউনিটির শক্তি, সৃজনশীল মার্কেটিং, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা। ইতোমধ্যেই এটি সোশ্যাল মিডিয়ায় ভালো পরিমাণে আলোচনা তৈরি করতে পেরেছে। বিভিন্ন মিম, ভিডিও ক্লিপ এবং ইন্টারনেট কনটেন্ট ব্যবহার করে প্রচারণায় একটা স্যাটায়ারিক এবং বিনোদনমূলক ধারা এনেছে, যা তরুণ বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় হতে সাহায্য করছে। আশা করছি ধীরে ধীরে আরো অনেক বিনিয়োগকারী এই কয়েন টি কিনবেন।
তবে শুধুমাত্র বিনোদনের ওপর ভর করে দীর্ঘস্থায়ী হওয়া কোনো প্রজেক্টের পক্ষে সহজ নয়। এজন্য প্রয়োজন হবে নিরবিচারে কমিউনিটি এনগেজমেন্ট এবং টোকেনের ব্যবহারযোগ্যতা তৈরি করা। পুসফাই যদি ভবিষ্যতে NFT, গেমিং, অথবা ডি-ফাই অ্যাপ্লিকেশনগুলোর সাথে ইন্টিগ্রেটেড কোনো ইকোসিস্টেম তৈরি করতে পারে, তবে এটি শুধু আরেকটা মিম টোকেন হয়ে থাকবে না বরং একটি পূর্ণাঙ্গ ক্রিপ্টো প্রজেক্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ইতিমধ্যে পুসফাই বেশ কিছু ইউটিলিটি সিস্টেম চালু করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে পুস বার্ণ করে স্টিম আর্ন করা। ভবিষ্যতে আরো অনেক ইউটিলিটি যুক্ত হবে।
অন্যদিকে, ঝুঁকির দিকটিও অবহেলা করা যাবে না। মিম-ভিত্তিক টোকেনগুলোর একটা বড় অংশই কিছুদিন হাইপ তোলার পর হারিয়ে যায়। বিনিয়োগকারীরা যদি শুধুমাত্র মজার আশায় বিনিয়োগ করেন, এবং প্রজেক্টের ভিতর কোনো বাস্তব গঠনমূলক অগ্রগতি না থাকে, তবে এর পতন অনিবার্য।তবে বর্তমানে যেভাবে পুসফাই নিজের ব্র্যান্ডিং তৈরি করছে এবং এক ধরনের কালচারাল আইকনে পরিণত হওয়ার চেষ্টা করছে, তাতে এটিকে একেবারেই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এটি হয়তো পরবর্তী বড় কিছুতে রূপ নিতে পারবে বা হতে পারে ।
শেষমেশ, পুসফাই-এর ভবিষ্যৎ নির্ধারিত হবে তার কমিউনিটি কতটা উদ্যমী, প্রজেক্টের নেতৃত্ব কতটা দূরদর্শী এবং এই টোকেনকে কেন্দ্র করে কেমন এক্সটেনশন তৈরি হয় তার ওপর। বিনিয়োগকারীদের উচিত হবে হাইপের পাশাপাশি বাস্তবিক ভিত্তি যাচাই করে সিদ্ধান্ত নেওয়া। কারণ ক্রিপ্টো দুনিয়ায়, কখন কি হয় তা বলা বড়ই কঠিন। তবে, আশা করছি এই প্রজেক্ট আমাদের কে নিরাশ করবেন না। কেননা, এই প্রজেক্টের পিছনে অনেক বড় বড় লোকের হাত রয়েছে। আশা করছি তাদের মাধ্যমেই এই প্রজেক্ট সামনের দিকে এগিয়ে যাবে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1930258244582420932?t=6mD4uKcivCyczoo2V8aBxw&s=19
https://x.com/Riyadx2P/status/1930258836662956454?t=pxQO9n6-BzZhRMyn3s59uQ&s=19
https://x.com/Riyadx2P/status/1930258836662956454?t=RGkt1FQSOczICXKJXoWcqA&s=19
https://x.com/Riyadx2P/status/1930259045824258379?t=RGkt1FQSOczICXKJXoWcqA&s=19
https://x.com/Riyadx2P/status/1930259151705518110?t=RGkt1FQSOczICXKJXoWcqA&s=19
https://x.com/Riyadx2P/status/1930259287999447324?t=RGkt1FQSOczICXKJXoWcqA&s=19
https://x.com/Riyadx2P/status/1930259694515564921?t=RGkt1FQSOczICXKJXoWcqA&s=19
Screenshot
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ,($PUSS) প্রজেক্ট নিয়ে দারুণ সব মতামত প্রকাশ করেছেন।যেটা পড়ে ভালো লাগলো।আসলেই শুরুর দিকে কম হলেও এটি প্রচারের জন্য মানুষের কাছে এখন প্রজেক্টটি পৌঁছে গেছে।আর এর ভবিষ্যৎ আসলেই উজ্জ্বল, ধন্যবাদ আপনাকে।
পুস আমাদের সকলের স্বপ্ন। আর সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। আশা করছি আরো ভালো কিছু পাবো আমরা। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লেগেছে ভাইয়া। দারুন লিখেছেন আপনি।