স্মৃতিচারণ: শৈশবে বর্ষা মৌসুমে কাটানো সেই মধুর স্মৃতি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ১৮ ই মে ২০২৫ ইং
শৈশবের বর্ষাকাল মানেই ছিল এক অন্যরকম উচ্ছ্বাস আর আনন্দ। স্কুল ছুটি থাকলে বন্ধুদের সঙ্গে কাদায় গড়াগড়ি খেলা হতো সারাদিন। বৃষ্টির পানিতে কাগজের নৌকা ভাসিয়ে দিতাম, আর সেই ছোট্ট নৌকাগুলো যেন আমাদের স্বপ্ন নিয়ে ভাসত দূর কোথাও। তখনকার সেই খালি পায়ে হাঁটা মাটির পথ আজও স্মৃতিতে যেন জ্যান্ত হয়ে ওঠে। বৃষ্টির দিনে গরম খিচুড়ি আর ভাজা ইলিশের সেই স্বাদ আর কোথাও পাইনি। ঘরের কোণে বসে গল্পের বই পড়া আর জানালার পাশে বসে বৃষ্টির দৃশ্য দেখা ছিল সবচেয়ে প্রিয় সময়।
সাদা কাগজ মুড়ে বানানো সেই নৌকা ছিল আমাদের রঙিন স্বপ্ন।পানি জমা রাস্তায় সেগুলো ভাসিয়ে দিতাম আনন্দে।কেউ বড় নৌকা বানাত, কেউ তাতে রং করে আনত বৈচিত্র্য।নৌকা হারিয়ে গেলেও মন খারাপ করতাম না।ভাবতাম, সে বুঝি অন্য কোনো বন্ধুর কাছে পৌঁছেছে।আর সেই হাসাহাসিতে ভরে উঠত পুরো পাড়া।মাঝেমাঝে প্রতিযোগিতা হতো কার নৌকা বেশিক্ষণ টিকে থাকে।আমাদের নৌকাই ছিল সেই সময়ের সবচেয়ে বড় খেলা।
বৃষ্টির দিনে খাবারেও ছিল এক আলাদা উন্মাদনা।মা গরম খিচুড়ি রান্না করতেন, সঙ্গে ইলিশ মাছ ভাজা।বৃষ্টির শব্দের সঙ্গে মিলিয়ে সেই খাবারের গন্ধ ছিল অসাধারণ।জানালার পাশে বসে প্লেট হাতে খেতে খেতে বাইরে তাকিয়ে থাকতাম।পাকা কাঁঠালের ঘ্রাণ ভেসে আসত পাশের বাড়ি থেকে।ভাজা বেগুন আর কাঁচা মরিচে ছিল এক অদ্ভুত স্বাদ। আমার দাদা গল্প বলতেন, আর আমরা চুপচাপ শুনতাম।বৃষ্টির দিনে গল্প আর খাবার যেন একে অপরের পরিপূরক।
বৃষ্টির দিনে ভিজে যাওয়ার ভয়ে আমরা কখনোই পিছিয়ে যেতাম না।বরং অপেক্ষায় থাকতাম কখন আকাশ ভাঙবে।চমৎকার ছিল মাঠে বসে বৃষ্টির ফোঁটা গোনার খেলা।পড়ার টেবিলে বসেও মন চলে যেত জানালার বাইরে।একটা ফোঁটা কাঁচে পড়ে গড়িয়ে গেলে আমরা হাত বাড়িয়ে ছুঁতে চাইতাম।বৃষ্টির মাঝে দাঁড়িয়ে চোখ বন্ধ করে অনুভব করতাম প্রকৃতিকে।কখনো ছাতা ছাড়া বেরিয়ে পড়তাম ইচ্ছে করেই।
দু-একদিন ঠান্ডা লাগলেও পরের দিন আবার প্রস্তুত।দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে সন্ধ্যা সব যেন বৃষ্টিময়।
আজ যখন জানালার ধারে বসে বৃষ্টির শব্দ শুনি, ফিরে যাই সেই দিনগুলোতে।শৈশবের সেই সরল আনন্দ আর মুক্ত হাসি আজ আর নেই।বৃষ্টির ফোঁটায় আজও দেখি ছোট আমি, ছুটে চলেছি চেনা গলিতে।মাঠ নেই, বন্ধু নেই, তবুও মন ছুটে চলে স্মৃতির অলিতে।মায়ের ডাক, বাবার গলা, ভাইবোনের হাসি – সব যেন আজও কানে বাজে।সেইসব দিনে কোনও অভাব ছিল না, কারণ ছিল ভালোবাসা।বৃষ্টির দিনে যে ভালোবাসা মাটির গন্ধে মিশে থাকত।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1924140748553019424?t=__leNDRxRXqDoIsoA_7Rnw&s=19
https://x.com/Riyadx2P/status/1924141113839145056?t=__leNDRxRXqDoIsoA_7Rnw&s=19
https://x.com/Riyadx2P/status/1924141479611760892?t=__leNDRxRXqDoIsoA_7Rnw&s=19
https://x.com/Riyadx2P/status/1924141782306365793?t=__leNDRxRXqDoIsoA_7Rnw&s=19
Screenshot
ভাইয়া আপনার শৈশবকালের স্মৃতিচারণ পোস্টটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লাগলো।আসলে আমরা এখন সবাই সেই শৈশব কালকে অনেক মিস করি।এবং আবারও ফিরে পেতে চাই সেই শৈশবকালটি।যাইহোক শৈশবকালের প্রতি টা কাজ আমাদের এখন স্মৃতিচারন হয়ে রয়েছে।যা এখন অনুভব করলে আমাদের কাছে ভীষণ ভালো লাগে।যাই হোক আপনার পোস্ট টি পড়ে অনেক ভালো লাগলো এবং শৈশব কালের কথা গুলো মনে পড়ে গেলো।ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।