স্বরচিত কবিতা: স্বপ্নভাঙা সকাল
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৫ ইং
ছোট বেলা থেকে আমার কবিতা লেখা তেমন একটা অভ্যাস ছিল না। কিন্তু ইদানিং আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে যুক্ত হতে পেরে বেশ কয়েকজন অ্যাডমিন - মডারেটর ভাইয়া এবং বেশ কয়েকজন সাধারণ ইউজারদের কবিতা লেখা দেখে আমার ও ইচ্ছা জাগে, আমিও কবিতা লিখবো। বিশেষ করে আমাদের কবিতার প্রিয় প্রতিষ্ঠাতা দাদার লেখা কবিতা এবং আমাদের সকলের প্রিয় হাফিজুল্লাহ ভাইয়ের লেখা কবিতা গুলো প্রতিনিয়ত পড়েছিলাম। তাদের থেকেই মূলত আমার কবিতা লেখার আগ্রহ চলে আসে।
“স্বপ্নভাঙা সকাল” এটি একটি আমার নিজের লেখা কবিতা। এটি জীবনের উত্থান পতন, ভাঙা স্বপ্ন এবং নতুন দিনের আলোকে কেন্দ্র করে। রাতের আঁধার শেষ হয়ে ভোর আসে, আর সূর্যের আলো ঘরে ভরে। কবিতায় ছোট ছোট দৃশ্য যেমন পাখির গান, শিশির, সূর্যের আলো জীবনের সৌন্দর্য তুলে ধরে। ভাঙা স্বপ্ন থাকলেও আশা মুছে যায় না, নতুন দিন নতুন শক্তি ও প্রেরণা নিয়ে আসে। শেষের অংশে কবিতার মনোভাব পুরোপুরি ইতিবাচক হয়। প্রতিটি ভোর নতুন সম্ভাবনার বার্তা বহন করে এবং ভালোবাসা ও শান্তি সবসময় জীবনের সঙ্গে থাকে।
স্বপ্নভাঙা সকাল
রাতের শেষে এল ভোর,
আলো নেমে ঘরে ঘোর।
চোখ মেলে দেখি আকাশ,
মন ভরে রঙিন আশ্বাস।
পাখির গান ভেসে যায়,
শিশির কণা হাসি ছড়ায়।
সূর্যের আলো সোনার ঢেউ,
অন্ধকার হয় মিলিয়ে নেউ।
স্বপ্ন ভাঙে, মন জাগে,
আশা নতুন বুকে লাগে।
দিনের পথে সুখের গান,
হৃদয় খুঁজে শান্তি প্রাণ।
ঝরা ফুলও ফোটে আবার,
সকাল আনে সুখের খবর।
মেঘ সরিয়ে রঙিন রোদ,
জীবন গায় আশার ছন্দ।
প্রতিটি ভোর নতুন শুরু,
আলো দেয় পথের গুরু।
স্বপ্ন মিলে জীবনের সাথে,
সকাল হাসে ভালোবাসাতে।
আমার লেখা কবিতা টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
কবিতাটি চমৎকার লিখেছেন। স্বপ্ন ভেঙে গেলেও আসা মুছা যায় না। রাতের পরে নতুন ভোর নতুন স্বপ্নের সূচনা করে। রাতের পরে যেমন সকাল হয় তেমনি দুঃখের পরে সুখ অবশ্যই আসে। ভালো লাগলো কবিতাটি।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আজকে আপনি ভালো লাগার মত সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো। তবে মানুষের জীবনে দুঃখ কষ্ট অন্ধকার এগুলো আসে। আর কষ্টের পরে সুখ পাই। সুন্দর ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ।
স্বপ্ন ভাঙা সকাল নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। আপনার কবিতা গুলো আমার সবসময় অনেক বেশি ভালো লাগে৷ আজকেও যেভাবে আপনি এত চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন সেটি খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এই কবিতা যখন পড়ছিলাম তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল৷ এখানে আপনি কবিতার মধ্যে খুব সুন্দর ভাবে লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন৷ তার পাশাপাশি এখানে ছন্দের মিলও খুবই সুন্দর ভাবে রেখেছেন৷