কি মজার কাহিনি, শুরুটা একেবারে সাধারণ একটা ফুচকা খাওয়া নিয়ে হলেও পরবর্তীতে কাহিনির মোড় ঘুরে গেছে একেবারে দারুণভাবে প্রতিশোধ, মজা, ভুল বোঝাবুঝি, আর শেষে মিল সব মিশিয়ে যেন একেবারে সম্পূর্ণ বিনোদনের প্যাকেজ! টাওয়াল গিফট করার প্ল্যানটা খুব ক্রিয়েটিভ ছিল, পড়ে হাসি আটকানো মুশকিল। 😆 শেষ পর্যন্ত নায়ক-নায়িকার মিল হওয়াটা এক ধরনের মানসিক শান্তি এনে দেয়। ধন্যবাদ এত মজার ও রঙিন গল্পটা শেয়ার করার জন্য এরকম আরও মজাদার কাহিনি পড়ার অপেক্ষায় থাকলাম।
একদমই ঠিক বলেছেন৷ যদি তাদের মিল না হয় তাহলে নাটকই শেষ হবে না।