শুভ জন্মদিন টুন্কু 💓💓💓
আমার বড় ছেলের নাম সুপ্রতীম । তাই ছোটো ছেলের নাম রেখেছি বড় ছেলের নামের সাথে মিল রেখে সুপ্রতীক । আবার বড় ছেলের ডাক নাম দুটো - একটা হলো বাড়ির "গোলটু", আরেকটা বাইরের "টিনটিন" । তাই ছোটজনের ডাক নামও রেখেছি ঐভাবে বড়জনের সাথে মিলিয়ে - বাড়ির ডাকনাম "গাবলু", আর বাইরের হলো "টুন্কু" ।
আজ টুন্কুর শুভ জন্মদিন । জীবনের প্রথম জন্মদিন পালিত হবে । বাড়িতেও তাই সাজ সাজ রব । সন্ধ্যেবেলায় কেক কাটা হবে, জন্মদিনের পার্টি হবে । সেই মজা ।
বাহ! টুংকু বাবু তো দেখি আপনার মতো হয়েছে দাদা। এক বছর পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে। টুংকু বাবুর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইল। হাসি আনন্দে যেন পার করে দিতে পারে জীবনের প্রতিটি সময়।
0.00 SBD,
0.55 STEEM,
0.55 SP
শুভ জন্মদিন টুন্কু। দোয়া করি সে যেন বড় হয়ে একজন ভালো মানুষ হয় অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো।
0.00 SBD,
0.55 STEEM,
0.55 SP
শুভ জন্মদিন টুনকো। দেখতে দেখতে টুনকো বাবুর জন্মদিন এসে গেল। তোমার জন্য অনেক দোয়া রইল হাজার বছর যেন তোমার এই জন্মদিন ফিরে আসে। মানুষের মত মানুষ হও। বাবা মার মুখ উজ্জ্বল করো এবং তোমার সুস্থতা কামনা করি ।
0.00 SBD,
0.55 STEEM,
0.55 SP
প্রথমেই টুন্কু বাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। টুন্কু বাবুকে দেখতে খুবই কিউট লাগছে। টুন্কু বাবু পৃথিবীতে সুস্থভাবে বেড়ে উঠুক এবং মা বাবার মুখ উজ্জ্বল করুক,সেই কামনা করছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।
0.00 SBD,
0.55 STEEM,
0.55 SP
টুন্কু বাবু দেখতে দেখতে বড় হয়ে গেল। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে অনেক অনেক দোয়া রইল টুন্কুর জন্য। 💕
0.00 SBD,
0.55 STEEM,
0.55 SP
খুবই আনন্দের বিষয় যে। আপনার এই ছেলেটির আজ প্রথম জন্মদিন। পৃথিবীর প্রত্যেকটা মা-বাবার মুখে হাসি আসে সেই বাচ্চাটি যখন প্রথম জন্মদিন হয়। পৃথিবীতে আগমনের আগে দশ মাস খুব কষ্ট করে মা গর্ভধারণের রাখেন। এই পৃথিবীতে আনার জন্য। সেই কষ্টের পর যখন বাচ্চাটি এই পৃথিবীতে আলো দেখে তখন মা-বাবার মুখে অনেক হাসি ফোটে। আপনার সেই ছোট্ট বাচ্চা টুন্কু প্রথম জন্মদিন। এ ছোট্ট বাচ্চার মুখে হাসি দেখে খুবই ভালো লাগতেছে। আপনার এই ছোট্ট বাচ্চা আরো সুন্দরভাবে বড় হয়ে উঠুক তারপরে উজ্জ্বল হোক এবং জীবনে আপনার জন্য অনেক ভালো কিছু করবে। মামা ভাই হলো সবচেয়ে বড় অবদান নিজের সন্তানের পিছনে থাকা। থেকে বড় করা পর্যন্ত অনেক কষ্ট করে থাকেন। আপনার এই সন্তানের জন্য শুভকামনা রইল আরো ভালো হোক
0.00 SBD,
0.54 STEEM,
0.54 SP
শুভ জন্মদিন টুন্কু বাবু! 🎉
তোমার জীবনের প্রতিটি দিন হোক আনন্দে ভরা, সাফল্যে সমৃদ্ধ আর ভালোবাসায় ঘেরা। তোমার হাসি যেন কখনও না ম্লান হয়, স্বপ্নগুলো হোক আরও রঙিন আর পূর্ণতা পাক প্রতিটি ইচ্ছা। শুভ কামনা রইল তোমার প্রতিটি পদক্ষেপে সুখ আর আলো ছড়িয়ে পড়ুক। 🎂
0.00 SBD,
0.54 STEEM,
0.54 SP
বাহ দাদা দুই সাহেবের নাম গুলো খুবই ইন্টারেস্টিং। আর আনকমন নাম। টুন্কু বাবুর সব গুলো ছবি দেখলাম। খুবই হাঁসি খুশি থাকে সবসময়। দেখতেও খুবই সুন্দর লাগছে। টুন্কু বাবুর জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন রইল। বাবার মত যেন মহান হয়।
0.00 SBD,
0.54 STEEM,
0.54 SP
শুভ জন্মদিন টুন্কু সোনা। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করছি অনেক বড় হবে এবং বাবার মতো সহানুভূতিশীল মানুষ হবে।
0.00 SBD,
0.54 STEEM,
0.54 SP
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল টুনকোর জন্য, শুভ জন্মদিন। আগামীর প্রতিটি দিন হোক এমন সুন্দর, উজ্জ্বল ও রঙিন। ভালোবাসা ও সফলতায় ভরে যাক জীবনের প্রতিটিক্ষন।
0.00 SBD,
0.54 STEEM,
0.54 SP