কোলকাতার দুর্গা পুজো - পর্ব ০৩
পঞ্চমীর দিন বিকেলবেলা আমাদের পাড়ার পুজো প্যান্ডেলগুলো দেখতে বেরিয়েছিলুম । আমাদের পাড়া খুব ছোট্ট একটি পাড়া । তাই . মোটে ৪ টে পুজো হয় প্রতি বছর । খুবই সাধারণভাবে পুজোর প্যান্ডেল সাজানো হয়ে থাকে । তবে ,ষষ্ঠী থেকে শুরু করে পুজোর প্রতিটা দিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে আমাদের পাড়ার ক্লাব । আর থাকে ডেইলি সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা ।
পঞ্চমীর দিনের তোলা পুজো প্যান্ডেল এবং প্রতিমাগুলো খুবই সাধারণ ছিল । তাই আর ওই দিনেরটা মোটামুটি স্কিপ করে একটি-দু ' টি পুজো প্যান্ডেলের ফোটো শেয়ার করবো ।
পঞ্চমীর সন্ধ্যায় আমাদের টিনটিনবাবুর স্কুল থেকে বিশেষ একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল । স্কুলের ঠিক পাশের বিখ্যাত চৌধুরী বেলতলার প্রাচীন ঐতিহ্যবাহী পুজো মণ্ডপে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ন'টা অব্দি চলে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।
টিনটিন দু'টো ইভেন্টে নাম দিয়েছিলো । গ্রূপ ডান্স আর কবিতা আবৃত্তি । দুটি ইভেন্টে পারফর্ম করার জন্য দু ' রকমের ড্রেস লাগবে - এটা স্কুল থেকে বলে দিয়েছিলো । একটা ডান্স ড্রেস, আরেকটি পাজামা-পাঞ্জাবি । আমরা ছ'টা বাজতে বাজতে পৌঁছে গিয়েছিলাম গন্তব্যে ।
অনুষ্ঠান শুরু হতে কিন্তু বেশ দেরি হলো । সাড়ে ছ'টা নাগাদ শুরু হলো । কিন্তু , বিশাল লম্বা অনুষ্ঠানসূচী । স্কুলের স্টুডেন্টদের পাশাপাশি পাড়ার বেশ কয়েকটি বাচ্চাও নাম দিয়েছিলো অনুষ্ঠানে । আমরা মঞ্চের সামনে যাওয়া মাত্রই টিনটিনকে স্কুলের এক ম্যাডাম এসে নিয়ে গেলো ড্রেস পরিয়ে রেডি করতে ।
যাই হোক একে একে ক্ষুদে পারফর্মারদের নানান কীর্তি অবলোকন করে দিল একদম খুশ হয়ে গেলো । এক সময় টিনটিনের কবিতা আবৃত্তি শুরু হলো । আধো আধো গলায় , বেশ কিছুটা তুতলিয়ে আবৃত্তি শেষ হলো । কবিতাটি ছিল সুকুমার রায়ের "বাবুরাম সাপুড়ে" । নার্ভাস না হয়ে টিনটিন যে আবৃত্তিটা করলো, এর জন্য বিশাল একটা বাহবা প্রাপ্য তার ।
সবশেষে হলো গ্রূপ ডান্স । হিন্দি গানের তালে তালে কোমর দুলিয়ে, বাঁদরের মতো লম্ফ-ঝম্প দিয়ে শেষ হলো গ্রূপ ব্রেক ডান্স । বেশ হাসি এবং মজা পেয়েছিলাম ক্ষুদেদের নাচ দেখে । টিনটিনের মধ্যে নাচের সময় কিন্তু কোনো আড়স্টতা দেখিনি ।
সব অনুষ্ঠান শেষে ক্ষুদেদের হাতে ধরিয়ে দিলো খাবারের বাক্স । সেসব নিয়ে আমরা গাড়িতে উঠলুম বাড়ির উদেশ্যে । বাড়িতে ঢোকার আগে পঞ্চমীর পুজো প্যান্ডেলের কিছু ফোটো ক্যামেরা বন্দী করে ফেললাম । সেসবই আজ শেয়ার করবো আপনাদের সাথে । আর সেই সাথে টিনটিনের পারফরম্যান্সের কিছু পিক ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করার জন্য টিনটিন বাবুর বিভিন্ন ড্রেসআপ ।
তারিখ : ০৮ অক্টোবর, ২০২৪
সময় : সন্ধ্যা ৬ টা ৫০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন সময়ের কিছু স্নাপ্শট্ ।
তারিখ : ০৮ অক্টোবর, ২০২৪
সময় : সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট - রাত ৯ টা ৩০ মিনিট পর্যন্ত
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
টিনটিনবাবু মঞ্চে কবিতা আবৃত্তি করছেন ।
তারিখ : ০৮ অক্টোবর, ২০২৪
সময় : সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
টিনটিনবাবুদের গ্রূপ ডান্স ।
তারিখ : ০৮ অক্টোবর, ২০২৪
সময় : সন্ধ্যা ৯ টা ২০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
টিনটিনবাবু দেবী প্রতিমার সম্মুখে ।
তারিখ : ০৮ অক্টোবর, ২০২৪
সময় : সন্ধ্যা ৯ টা ৫০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
আমাদের পঞ্চমীর ঠাকুর দেখা ।
তারিখ : ০৮ অক্টোবর, ২০২৪
সময় : সন্ধ্যা ৯ টা ৫৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)
তারিখ : ২২ নভেম্বর ২০২৩
টাস্ক ৪২১ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 912fed1f879883948cfe3a6c855e812bfa2c5e55a804b85160c52a45c75e633e
টাস্ক ৪২১ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR

god bless you
Upvoted! Thank you for supporting witness @jswit.
আগের পর্ব দুটির মতো, এই পর্বের ফটোগ্রাফি গুলোও বেশ উপভোগ করলাম দাদা। আমাদের টিনটিন বাবুকে খুবই কিউট লাগছে দেখতে। টিনটিন বাবু মঞ্চে কবিতা আবৃত্তি করছে,এই ফটোগ্রাফিটা দেখে আরও বেশি ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.