Sort:  
 last year 

ওহ্ আচ্ছা, আপনার বাবার ঠাকুমা আসলেই খুব সাহসী ছিলেন দাদা। নয়তোবা ডাকাত সর্দারকে নিজের ধর্ম ভাই বানিয়ে, নিজেদের বাড়ি থেকে লুঠ করা সব মাল ফেরতও এনেছে, আবার বোন হিসেবে ডাকাত সর্দারের কাছ থেকে সোনাদানাও এনেছে। বলতে গেলে এটা সিনেমার কাহিনীকেও হার মানিয়েছে।

Posted using SteemPro Mobile