You are viewing a single comment's thread from:

RE: "ব্ল্যাক এণ্ড হোয়াইট" ফোটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা আমাদের জীবনটাই তো সাদাকালো, যদিও রঙিন জগতে হাবুডুবু খাচ্ছি, আদের অতীত-বর্তমান-ভবিষ্যৎ সাদাকালোর মাজেই কেটে যাচ্ছে। রোঙ্গিন যা এসেছে সবকিছুইতো ক্ষণিকের জন্য। সত্যি দাদা আপনার ফটোগ্রাফি গুলো অনেক গভীর কল্পনাতে নিয়ে গেছে। শৈশবে নিয়ে গেছে, যদিও ছবিগুলো তোলা ছিল ২০১৭ সালে কিন্তু ছবির কথাগুলো বলছে 2000 এর আগে। মাথায় বোঝা নিয়ে ছাতা দিয়েই মহিলার খালের পাড়ে মেঠোপথ হাঁটছে এটা আমাদের আমার শৈশবের, এটা মত কেটেছে মাঠে-ঘাটে ধুলোয় কাদায়। টংয়ে বসে আছে একটি লোক আমার মনে হয় যেন আমি এখন আমাদের খালের পাড়ে টং এর উপরে বসে আছি। এবং খরকুটর ঘরের থেকে যে পানি পড়ছে হচ্ছে আমার ছোটবেলার আমাদের সেই ছোট্ট ঘরের খড়ের পানি ঝরছে, খুবই ভালো লাগলো দাদা। আপনার ফটোগ্রাফি গুলো হৃদয় ছুঁয়ে গেছে। আপনি যেমন আমাদের চোখের মনি, তেমনি আপনার পোস্টগুলো আপনি আমাদের মাঝে সে ভাবে উপস্থাপন করেন। ভালোবাসা অবিরাম দাদা।