You are viewing a single comment's thread from:

RE: আবোল-তাবোল জীবনের গল্প [ স্বার্থের মানসিকতা ]

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাইয়া স্বার্থহীন ব্যতীত বর্তমানে মানুষ পাওয়া খুবই দুষ্কর। বর্তমানে মানুষ স্বার্থ ছাড়া এক কদম পা বাড়াতে রাজি নয়। সেটা আপনার বেলায় হোক কিংবা আমার বেলায় হোক। যেইসব সম্পর্ক গুলোতে স্বার্থ নেই সেই সম্পর্ক গুলো মধুরই হয়। তবুও বোঝা বড় দায় মানুষের মন তো। আপনার উদাহরণটি একেবারে সত্য, আপনাকে ভালোভাবে খাওয়ানো ভালোভাবে পরিবেশন করলো কিন্তু আপনি কোন টিপস দিলেন না। ঠিক পরের দিন আপনি যাবেন আপনার সাথে ওই ব্যবহারটাই করবে যেটা আপনি ভাবতেও পারবেন না। ছোট ভাইয়ের আরেকটা উক্তি দেখিয়েছেন সেটাও সত্য, আপনি তাকে দিয়ে কোন একটা কাজ করিয়ে নিলেন তাকে কোন টিপস দিলেন না পরবর্তীতে সে আপনার ডাকে সাড়া দেবে না এটা স্বাভাবিক। মানুষ দিন দিন শুধু স্বার্থের পিছনে দৌড়াচ্ছে। আমাদের আগে আত্মীয় স্বজনের প্রতি এরকম একটা ভাব ভালোবাসা ছিল। বর্তমানে এরকম ভালোবাসা নেই বললেই চলে। তবে আমরা চাই আমাদেরকে সম্পর্কগুলো ভালো ভাবে সবাই কাঁধে কাঁধ রেখে সুন্দরভাবে চলতে। এবং ভালবেসে মানুষের মন জয় করার চেষ্টা করা। আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য এবং খুব সুন্দর করে বিশ্লেষণ করার জন্য আপনার প্রতি রাশি রাশি ভালোবাসা ভাইয়া।

Sort:  
 4 years ago 

জ্বী এটাও সত্য বলেছেন, আগে কোন আত্মীয় স্বজনের বাড়ীতে গেলে তারা খুব অমায়িক ব্যবহার করতো কিন্তু এখন করে না বরং উল্টো চিন্তা করে কোন স্বার্থের জন্য তার বাড়ীতে গিয়েছি কিনা। বাবস্তবতা সত্যি আমাদের অনেক ঠিক করে দিচ্ছে দিন দিন। ধন্যবাদ