You are viewing a single comment's thread from:

RE: বড়গল্প "আমাজনের হৃদয়" [Story "The Heart of Amazon"] - পর্ব ০২

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা ব্লাই এখনো বেঁচে আছে সেটাইতো কম কিসের। তবে প্রথম পর্বে কিছু না বুঝলেও এখন অন্তত একটু আন্দাজ করতে পারছি মহান বন আমাজনের মানুষ খায় এমনই একটি গল্প আপনি আমাদেরকে উপহার দিচ্ছেন। তবে গল্পটা পড়ে যতটা না শরীরের পশম সিওড়ে উঠছে তার চাইতে বেশি মজাই লাগছে। তবে ব্লাই যে এখনো রক্তমাখা পানি খেয়ে সতেজতা বোধ করছে সেটাই অনেক ভালো লেগেছে এবং তার শরীর ের অনেকটা শক্তি ফিরে পেয়েছে। কিন্তু তার সহকর্মীদের রক্ত কিনা সেটা ভেবে আবারো শিওর উঠলো। গল্পটি দারুন লাগছে অপেক্ষায় রইলাম বাকি গল্প পড়ার জন্য।

Sort:  

Thank You for sharing Your insights...