ট্রাভেল || সবুজ প্রকৃতি ঘেরা পুরনো একটি পুকুর ঘাটে ঘুরতে যাওয়া

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি রিলেটেড অনেক পোস্ট তোমাদের সাথে আমি শেয়ার করেছি এতদিনে। আসলে ঘোরাঘুরি করতে আমার অনেক বেশি ভালো লাগে তাই একটু সময় সুযোগ বের করতে পারলেই কোথাও না কোথাও গিয়ে ঘুরে আসি। আমার সব থেকে বেশি ভালো লাগে শান্ত এবং সবুজ প্রকৃতি সমৃদ্ধ জায়গা । এরকম দৃশ্য সব থেকে বেশি দেখা যায় গ্রামে গেলে। তবে সব সময় তো আর গ্রামে যাওয়া সম্ভব হয় না তাই আমাদের আশেপাশের কিছু জায়গায় যদি এরকম দৃশ্য দেখার সুযোগ হয়, আমি সেখানেই চলে যায়।

20240707_175237.jpg

20240707_174431.jpg

20240707_174416.jpg

আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে রথতলা নামক একটি জায়গার একটি পুকুরঘাট রয়েছে। এই পুকুর ঘাট টি আসলে অনেক পুরনো একটি পুকুর ঘাট। আমি অনেক আগে থেকেই এই পুকুর ঘাট টি চিনি। আমি যখন একাদশ শ্রেণীতে পড়তাম তখন টিউশনি শেষ করে বন্ধুদের নিয়ে এই পুকুরঘাটিকে বসে থাকতাম । শান্ত একটি জায়গা, এখানে বসে থাকতে খুবই ভালো লাগতো আমার। তবে পড়াশোনার লাইফ শেষ করেছি অনেক দিন আগেই। তারপর থেকে এখানে আর ঘুরতে আসা হয় না। আসলে আমি যে পুকুরের কথা এখানে উল্লেখ করছি, সেই পুকুর ব্যবহারযোগ্য কোনো পুকুর ছিল না। তবে এখানে বিভিন্ন ধরনের চাষ করে এই পুকুরের মালিক। এই পুকুরের আশেপাশের পরিবেশটাও সবুজে ঘেরা। তবে অযত্নে অবহেলায় বেড়ে উঠেছে সেইসব সবুজ প্রকৃতিগুলো।

20240707_174421.jpg

20240707_174427.jpg

20240707_175240.jpg

এই পুকুরের চারপাশ দিয়ে রয়েছে অসংখ্য জাতের গাছের সমারোহ। এই পুকুরটিতে দুটি বাঁধানো ঘাট রয়েছে। আমি অবশ্য একটি ঘাটেই গেছি, অন্য দিকের ঘাটে কখনো যাওয়া হয়নি। কয়েকদিন আগেই এই ঘাটে আমি গেছিলাম আমার এক বন্ধুর সাথে। আসলে বিকালের সময়টাতে আমাদের দুইজনেরই তেমন একটা ভালো লাগছিল না, যা আমরা একে অন্যের সাথে গল্প করার সময় জানতে পারি। তারপর আমরা এই জায়গাটিতে ঘুরতে আসার সিদ্ধান্ত নিই। এই জায়গাটাতে আমরা দু'জনে আগেও অনেক এসেছি । এখানে আমরা যাই একটু শান্তির খোঁজে। এইখানে গেলে যান্ত্রিক কোলাহল একদমই শোনা যায় না। শান্ত পুকুর আর আশেপাশের সবুজ প্রকৃতি উপভোগ করতে অনেক ভালো লাগে আমার। বর্ষার সময় গেলে পুকুরের পরিবেশটা আরো সুন্দর লাগে। তবে এবার বেশ কিছুদিন আগে গিয়ে দেখতে পেয়েছিলাম পুকুরটা অনেকটা নোংরা অবস্থায় রয়েছে।

20240707_175243.jpg

20240707_175245.jpg

আসলে যত্ন করে রাখা হয়নি পুকুরটিকে, এই জন্য এরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে। যেহেতু বিকালের সময় গেছিলাম তাই খুব ভালো করে ছবিও তুলতে পারছিলাম না, ছবিগুলো দেখছিলাম একটু ঘোলা আসছে। এই ঘাটে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে দুই বন্ধু অনেকটা সময় গল্প করি। আমরা যখন একাদশ শ্রেণীতে থাকা অবস্থায় এখানে আসতাম, সেই কথাগুলো এখানে বসে বসে মনে করছিলাম আমরা দুইজনে। যেহেতু এইখানের আশেপাশে লোকজন একদমই দেখা যাচ্ছিল না, সেইজন্য সন্ধ্যা হওয়ার আগেই এখান থেকে আমরা রওনা করি। রাতের বেলা এখানে কিছুটা ভয়ও লাগে আশেপাশের জঙ্গলের মত পরিবেশটা দেখলে। যাইহোক কয়েকদিন আগে এখানে গিয়ে আমি এবং আমার বন্ধু বেশ ভালোই সময় কাটিয়েছিলাম। যেদিন এখানে গেছিলাম সেদিন একটু গরমও লাগছিল আর হাওয়া টাও কম ছিল, তারপরও ওভারঅল বেশ ভালই লেগেছিল।

পোস্ট বিবরণ

শ্রেণীট্রাভেল
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনরথতলা, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

মাঝে মাঝে এমন প্রাকৃতিক পরিবেশের মাঝে ঘুরতে যেতে আমারও খুবই ভালো লাগে। এতে কেন মনের প্রশান্তি মেলে এবং ভালো লাগা কাজ করে মনের মধ্যে। অনেক সুন্দর হয়েছে আপনার এই ঘোরাঘুরি মুহূর্তের ফটো ধারণ।

 last year 

ধন্যবাদ আপু , আপনার এই সুন্দর মন্তব্য টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া সবসময় তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গ্ৰামে যাওয়া যায় না তবে মাঝে মাঝে আশেপাশে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা তো যায়। আপনার বন্ধু আর আপনার দু'জনের একসাথে মন খারাপ হলো,বাহ দু'জনের কত মিল রয়েছে। এটাকেই তো বন্ধুত্ব বলে। মন খারাপ বলে দু'জনে কিন্তু বেশ চমৎকার একটি জায়গায় সময় কাটাতে গিয়েছেন। এমন সুন্দর প্রাকৃতিক নিরিবিলি পরিবেশে সময় কাটালে মন এমনেতেই ভালো হয়ে যায়। পুকুর দেখে মনে হচ্ছে এটি অনেক বড় এরিয়া নিয়ে গড়ে তুলা হয়েছে। যদি এর ঠিকঠাক মতো যত্ন নেওয়া হতো তাহলে হয়তো এর সৌন্দর্য মানুষকে আরও বেশি আকর্ষণ করতো। যাই হোক সবমিলিয়ে আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ প্রাকৃতিক পরিবেশে ঘোরাঘুরির সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 last year 

এত সুন্দর সাজিয়ে গুছিয়ে আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। যাইহোক, সব মিলিয়ে যে আমার এই পোস্টটি পড়ে আপনার খুব ভালো লেগেছে, এটা জেনে অনেক খুশি হলাম আমি।

 last year 

আপনারা তো দুজনে মিলে বেশ ভালোই সময় কাটিয়েছেন এখানে দেখছি। আমার কাছেও খুব ভালো লাগে এরকম খোলামেলা আর যান্ত্রিকতা মুক্ত পরিবেশে থাকতে।আমাদের বাড়িতে অনেকগুলো পুকুর আছে। তবে একটা পুকুর আছে একদম নিরিবিলি।সেখানে একদম শান্ত পরিবেশ, অনেক গাছপালা। আমরা বেশিরভাগ সময় বিকেল বেলা সেখানে বসে থাকতাম। দৃশ্যগুলোকে খুব ভালোভাবে উপভোগ করতাম। যদিও এখন আর সেরকম ভাবে আড্ডা দেয়া হয় না। আজকের পোস্টটা পড়ে আমাদের কাটানো সেই আনন্দঘন মুহূর্তগুলোর কথা মনে পড়ে গেল ভাইয়া।

 last year 

আমার এই পোস্টটি পড়ে যে আপনার আপনাদের কাটানো আনন্দঘন মুহূর্তগুলোর কথা মনে পড়ে গেছিল, সেটা জেনে খুব ভালো লাগলো আপু আমার।

 last year 

এরকম সুন্দর সবুজ প্রকৃতির মাঝে ঘুরতে আমি নিজেও খুব ভালোবাসি। সবুজ শ্যামল প্রকৃতির মাঝে ঘুরতে গেলে মনটা একেবারে ভালো হয়ে যায় এবং ফ্রেশ হয়ে যায়। পুরনো একটা পুকুর ঘাটে আপনি ঘুরতে গিয়েছেন, যেটা সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা ছিল। এটা শুনে খুব ভালো লাগলো। এই পুকুর ঘাটের সৌন্দর্য কিন্তু আমার কাছে জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। আপনার পোষ্টের মাধ্যমে জায়গাটার সৌন্দর্য ভালোভাবেই উপভোগ করার চেষ্টা করেছি। আপনার কাটানো সুন্দর মুহূর্তটা পড়ে ভালো লাগলো।

 last year 

আমার এই পোষ্টের মাধ্যমে আমার শেয়ার করা জায়গাটার সৌন্দর্য যে আপনি ভালোভাবে উপভোগ করতে পেরেছেন, সেটা জেনে খুব ভালো লাগলো আমার আপু।

 last year 

নিজের ব্যস্ততায় এখন এখানে সময় দিতে পারিনা। আপনার দারুণ সব ছবিও দেখা হয়না। সামনে পড়লে দেখি, পড়ি। ভালো লাগে। পুকুর, নদী আমাকে বেশ টানে। এটাও তার ব্যতিক্রম নয়। দারুণ হয়েছে ভাই।

 last year 

আমার এই পোস্টটি আপনার কাছে দারুণ লেগেছে, সেটা জেনে আমার অনেক ভালো লাগলো ভাই।

 last year 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। আর যদি এরকম সুন্দর কোন জায়গায় সময় কাটানো যায় তাহলে আরো বেশি ভালো লাগে। ভাইয়া আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন বুঝতে পারছি। জায়গাটা সত্যিই অনেক সুন্দর।

 last year 

হ্যাঁ আপু, জায়গাটা আসলেই অনেক সুন্দর ছিল। যাইহোক, আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

বিকেলটা তোমরা দারুণ কাটিয়েছো মনে হচ্ছে।আসলেই গ্রামে এমন শান বাঁধানো পুকুর ঘাট দেখা যায়।যদিও এখন পুকুরের সংখ্যাও কমে যাচ্ছে।যাইহোক চারিপাশের প্রকৃতিগুলি অসাধারণ, ছবিগুলো দেখে মুগ্ধ হলাম।ধন্যবাদ দাদা।

 last year 

চারপাশের প্রকৃতিটা আসলেই মুগ্ধ করার মতো ছিল বোন। তোমার এই মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে।