বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফির মুলক পোস্ট শেয়ার করব। আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফি হলো পাউডার পাফ ফুলের ফটোগ্রাফি। এই ফুল গুলো দেখতে নরম তুলোর মত লাল রঙের পাপড়ি গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল । এই পাউডার পাফ ফুলের সৌন্দর্যের মূল রহস্য তার অদ্ভুত গঠন। গোলাকার ফুলটি আসলে অসংখ্য সূক্ষ্ম ও লম্বা অসংখ্য পাপড়ির সমন্বয়ে গঠিত যা দেখতে তুলোর গুচ্ছ ও লাল আতশবাজির বিস্ফোরণের মত লাগে। এই লাল পাউডার পাফ ফুলগুলো মূলত উষ্ণ আবহাওয়ায় জন্মে এবং এই ফুলগুলো সারা বছরই ফুটে থাকে। তবে শীত ও বসন্তকালে এই ফুলের রঙ আরও উজ্জ্বল হয়ে থাকে। গাছের সবুজ পাতার মাঝে টকটকে লাল রঙের ফুলগুলো যে কারোরই নজর কাটবে। এই ফুলগুলো গন্ধহীন হয়ে থাকে। ফুলের বীজ হয়ে থাকে বীজের রং কাঁচা অবস্থায় সবুজ হয়ে থাকে এবং বীজ পরিপক্ক হয়ে গেলে কালচে খয়ারি রঙের হয়ে থাকে। এবং এই বীজ থেকে চারা উৎপন্ন করা হয়। এই গাছগুলো খুব ধীর গতিতে বড় হয়ে থাকে। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই পাউডার পাফ ফুলের ফটোগ্রাফি আমি একটি পার্কে থাকা গাছ থেকে করেছি। পার্কে বিভিন্ন ধরনের গাছপালা ছিল। এই গাছটি বেশ অনেকটাই বড় ছিল। গাছের নিচের কিছু ডালে এই ফুলগুলো ধরে ছিল সেখান থেকেই এই ফটোগ্রাফি গুলো করা।তাহলে আমার শেয়ার করা আজকের এই পাউডার পাফ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।




🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


Upvoted! Thank you for supporting witness @jswit.
এই ফুল আমি অনেক দেখেছি তবে এই ফুলের নাম আমি জানতাম না। আর এই ফুলের সম্পর্কেও আমার কোন ধারণা ছিল না। বেশ ভালো লাগলো আপনার এই পোষ্টের মাধ্যমে এই ফুলের নাম এবং এই ফুল সম্পর্কে কিছু ধারনা পেলাম ধন্যবাদ।
পাউডার পাফ ফুল সম্পর্কে আজকেই প্রথম জানতে পারলাম। এই ফুল সম্পর্কে বেশ তথ্যবহুল কিছু কথা লিখেছেন আপনার পোস্টে। যেহেতু এই ফুল গাছ ধীর গতিতে বড় হয়ে থাকে তাহলে এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার বুঝতেই পারছি। যাই হোক আপনার ফটোগ্রাফি এবং বর্ণনা দুটোই ভালো লাগলো আমার কাছে।
এই ফুলটি আমি অনেক আগে দেখেছিলাম৷ তবে এই ফুলের নাম কখনোই জানা হয়নি৷ আজকে আপনার কাছ থেকে এই ফুলটি দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি এত চমৎকারভাবে এই ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন তা যেভাবে খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে আপনার কাছ থেকে এত অসাধারণ একটি ফুল দেখে অনেক বেশি ভালো লাগছে৷ এখানে এই ফটোগ্রাফি গুলোর সাথে আপনি খুব সুন্দর বর্ণনাও শেয়ার করেছেন৷