বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা পোস্টটি হলো গাঁদা ফুলের ফটোগ্রাফি মূলক একটি পোস্ট। এই গাঁদা ফুল আমাদের সবার পরিচিত এবং প্রিয় একটি ফুল। এই ফুলের উজ্জ্বল রং হলুদ, কমলা, ও সোনালী যা সূর্যের মতোই প্রাণবন্ত। এছাড়াও এই ফুলের আরও বিভিন্ন কালার রয়েছে। এই গাঁদা ফুল শুধু সৌন্দর্যের জন্য নয়, এই ফুলের রয়েছে অনেক উপকারিতা ও ব্যবহার যা এই ফুলকে আরও জনপ্রিয় করে তুলেছে। আমাদের বাঙালির পূজো-পার্বণ,বিয়ে সহ বিভিন্ন উৎসবে গাঁদা ফুলের ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া বাগানের সৌন্দর্য বাড়াতে ছাদে,বাড়ির সামনে, পার্কে সব জায়গাতেই এই ফুলগাছ দেখা যায়। এই গাঁদা ফুলে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা ও ক্ষত সারতে সাহায্য করে। গাঁদা ফুল বিভিন্ন জাতের হয়ে থাকে। বিভিন্ন জাত ভেদে এই ফুল ছোট বড় বিভিন্ন রকমের হয়ে থাকে। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই গাঁদা ফুল গাছের ফটোগ্রাফি আমি আমার বাড়ি ছাতবাগান থেকে করেছি। আমার ছাদে এই গাঁদা ফুল গাছটি অনেকদিন ধরেই রয়েছে এবং অনেক ঝপালো হয়ে গেছে যে জায়গায় এই গাছটি রয়েছে সেই জায়গাটা জুড়ে। শুরুর দিকে এই গাছে অনেক ফুল আসতো। এখনো গাছে গাঁদা ফুল সিজন টাইমে অনেক ফুল আসে। এছাড়াও সারা বছর ধরে গাছটিতে টুকটাক ফুল ফুটতেই থাকে।কয়েকদিন আগে আমি আমার ছাদ থেকে এই ফুল গাছের ফটোগ্রাফি করি। যা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।




🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Upvoted! Thank you for supporting witness @jswit.
গাঁদা ফুলের অসাধারণ ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুল দেখে মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনার করা ফটোগ্রাফি আসলেই অনেক বেশি সুন্দর হয়।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন ভাইয়া আপনি। সুন্দর গাঁদা ফুলের ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গাঁদা ফুল বর্তমানে সচরাচর দেখা যায়। তবে আপনার ফটোগ্রাফিতে দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর বর্ণনা আর এত সুন্দর ফটোগ্রাফি করেছেন যে দেখে নয়ন জুড়িয়ে গেল। মানতেই হবে আপনার ফটোগ্রাফির দক্ষতা আছে। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।