রাজনীতি কেন্দ্রিক এই ঘটনাগুলো প্রায় দেখা যায় বিভিন্ন জায়গায়। রাজনৈতিক অস্থিরতার কারণে স্টুডেন্ট লাইফ পুরো ধ্বংসের মুখে চলে যায়। দুই পক্ষের ভিন্ন মতাদর্শের কারণে এই মারামারি, রক্তপাত হয়ে থাকে রাজনীতির মধ্যে। সুস্থ রাজনীতি এখন আর দেখাই যায় না। অপ্রিতিকর এমন ঘটনা বন্ধ করা কিভাবে সম্ভব তার সঠিক ব্যাখ্যা আমার কাছে নেই ! শুধু এটাই বলতে পারি রাজনীতির আগে মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটানো দরকার। তাহলে একজন আরেকজনের রক্তপাত ঘটানোর আগে দশবার হলেও ভাববে ।
এই মনুষ্যত্বের বিকাশ কবে ঘটবে দাদা! এখন তো পাঠ্যপুস্তক পড়ে শুধু ব্রেইন ওয়াশ করার জন্য। সঠিক জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কয়জনই বা পড়ে!
এটা তো সঠিক কথা বলেছেন ভাই কিন্তু এখন কোন কিছু করার ওতো নাই। আমরা যে মানুষ , মনুষত্ব আমাদের থাকতে হবে সেই জিনিসটা আমাদের সবাইকে বোঝা উচিত।